Home / সারাদেশ / চট্টগ্রাম বিভাগ / লক্ষ্মীপুরে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

লক্ষ্মীপুরে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

লক্ষ্মীপুর প্রতিনিধি: ১৭ এপ্রিল (বুধবার) ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে বাংলাদেশের স্বাধীনতা শীর্ষক ও মুজিব নগর দিবস উপলক্ষে আলোচনা সভা জেলা প্রশাসনের আয়োজনে সকালে জেলা কালেক্টর ভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সফিউজ্জামান ভৃঁইয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল।
বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার আসম মাহাতাব উদ্দিন, সিভিল সার্জন ডা: মোস্তফা খালেদ আহমদ, জেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক এ্যাড: নুর উদ্দিন চৌধুরী নয়ন, মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন প্রমুখ।
উপস্থিত ছিলেন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আবদুল্লা আল জব্বার, সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা শাখার সভাপতি জাকির হোসেন ভৃঁইয়া আজাদ, জেলা পরিবার পরিকল্পনা উপ-পরিচালক ডা: আশফাকুর রহমান মামুন, জেলা সমাজ সেবা উপ-পরিচালক নুরুল ইসলাম পাটোয়ারী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: নিজাম উদ্দিন প্রমুখ।

এসময় বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

Check Also

শ্রীনগরে হাতুড়ির আঘাতে স্কুলছাত্র নিহত

যমুনা নিউজ বিডি: মুন্সীগঞ্জের শ্রীনগরে পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের হাতুড়ির আঘাতে মো. রিফাত দেওয়ান (১৭) নামে …

Powered by themekiller.com