Home / সারাদেশ / রাজশাহী বিভাগ / রাজশাহী বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ৮৫ জন

রাজশাহী বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ৮৫ জন

ষ্টাফ রিপোর্টারঃ রাজশাহী বিভাগের আট জেলায় গত ২৪ ঘণ্টায় ৮৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সোমবার দুপুর পর্যন্ত এ বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৪২৩ জনে। এ বিভাগে এখন পর্যন্ত মারা গেছেন ২৬৮ জন এবং সুস্থ্য হয়েছেন ১৪ হাজার ১০৮ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৪ হাজার ৭৩৫ জন।
দুপুরে এক প্রতিবেদনে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য দপ্তারের পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্তের মধ্যে রাজশাহীর ১০ জন, চাঁপাইনবাবগঞ্জের ১১ জন, নাটোরে ২৩ জন, বগুড়ায় ৩৬ জন ও সিরাজগঞ্জে ৫ জন। তবে নওগাঁ, জয়পুরহাট ও পাবনায় এ দিন কোন করোনা রোগি শনাক্ত হয়নি।
তিনি জানান, রাজশাহী বিভাগে এ পর্যন্ত করোনা আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ বগুড়ায় ৬ হাজার ৯৪৯ জন। এছাড়াও রাজশাহীতে ৪ হাজার ৬৬০ জন, চাঁপাইনবাবগঞ্জে ৭২৮ জন, নওগাঁয় ১ হাজার ১৮১ জন, নাটোরে ৮৯১ জন, জয়পুরহাটে ৯৭৯ জন, সিরাজগঞ্জে ১ হাজার ৯৯১ জন ও পাবনায় ১ হাজার ৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে।
তিনি বলেন, সরকারি হিসেবে এ পর্যন্ত বিভাগের আট জেলায় মৃতের সংখ্যা ২৬৮ জন। এর মধ্যে রাজশাহীতে ৪২ জন, চাঁপাইনবাবগঞ্জে ১৪ জন, নওগাঁয় ১৭ জন, নাটোরে ৮ জন, জয়পুরহাটে ৬ জন, বগুড়ায় ১৬০ জন, সিরাজগঞ্জে ১২ জন ও পাবনায় ৯ জনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে।
এ পর্যন্ত রাজশাহী বিভাগে সুস্থ্য হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ১৪ হাজার ১০৮ জন করোনা আক্রান্ত রোগি। এর মধ্যে রাজশাহীতে ৩ হাজার ৪১৪, চাঁপাইনবাবগঞ্জে ৫৬৯ জন, নওগাঁয় ১ হাজার ৬৪ জন, নাটোরে ৬৭৫ জন, জয়পুরহাট ২২৯ জন, বগুড়ায় ৫ হাজার ৯১৪ জন, সিরাজগঞ্জ ১ হাজার ৩২৩ জন ও পাবনায় ৯২০ জন।

Check Also

যমুনা নদীতে নৌ-দুর্ঘটনায় কৃষকের মৃত্যু : আহত ৪

যমুনা নিউজ বিডিঃ যমুনা নদীর বাগচর নামকস্থানে নৌ-দুর্ঘটনায় আব্দুর রাজ্জাক (৩৪) নামে এক কৃষকের মৃত্যু …

error: Content is protected !!
%d bloggers like this:

Powered by themekiller.com