Home / সারাদেশ / রাজশাহী বিভাগ / রাজশাহীর ৫ জেলায় করোনা আক্রান্ত ছাড়াল সাড়ে ১৮ হাজার

রাজশাহীর ৫ জেলায় করোনা আক্রান্ত ছাড়াল সাড়ে ১৮ হাজার

যমুনা নিউজ বিডিঃ রাজশাহী বিভাগের আট জেলার মধ্যে পাঁচ জেলায় গত ২৪ ঘণ্টায় ১১৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। একই সময়ে এই বিভাগে কোনো করোনা আক্রান্ত রোগী মারা যায়নি। এছাড়াও গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ১০৬ জন।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত এ বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৩৬ জনে। এ বিভাগে এখন পর্যন্ত মারা গেছেন ২৬৮ জন। আর সুস্থ হয়েছেন ১৪ হাজার ২১৪ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৪ হাজার ৭৪৭ জন।
দুপুরে এক প্রতিবেদনে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের পরিচালক ডা. গোপেন্দ্র নাথ আচার্য এ তথ্য জানিয়েছেন।
ডা. গোপেন্দ্র নাথ জানান, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্তের মধ্যে রাজশাহীর ২০ জন, নওগাঁয় ১৮ জন, জয়পুরহাটে ২৮ জন, বগুড়ায় ৪২ জন ও সিরাজগঞ্জে ৫ জন। তবে চাঁপাইনবাবগঞ্জ, নাটোর ও পাবনায় এদিন কোন করোনা রোগী শনাক্ত হয়নি।

Check Also

শাজাহানপুরে বিএনপি নেতার পিতার কবর জিয়ারত করলেন নেতাকর্মীরা

যমুনা নিউজ বিডিঃ শুক্রবার বিকেলে বগুড়ার শাজাহানপুরের খরনা ইউনিয়ন বিএনপির ৪ নং ওয়ার্ড বিএনপির সাবেক …

error: Content is protected !!
%d bloggers like this:

Powered by themekiller.com