Home / সারাদেশ / রাজধানীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৪

রাজধানীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৪

যমুনা নিউজ বিডি: রাজধানীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চার শ্রমিক দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন- মো. দুলাল (৩০) রবিউল (৩২) হৃদয় (১৫) ও আনিসুর রহমান (৩২)। আজ শনিবার দুপুর ১২টার দিকে রাজধানীর খিলগাঁওয়ে এ ঘটনা ঘটে।

এ ব্যাপারে দগ্ধদের সহকর্মী সাইফুল ইসলাম জানান, তারা গোড়ান ৮ নম্বর রোডে অবস্থিত আইডিয়াল ওয়ার্কশপের শ্রমিক। দুপুরে ওয়ার্কশপে কাজ করার সময় হঠাৎ বিকট শব্দে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে চারজন দগ্ধ হয়। পরে দগ্ধদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের পরিদর্শক বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, দগ্ধদের বার্ন ইউনিটে চিকিৎসা চলছে।

Check Also

বগুড়ায় শহীদ জিয়ার জন্মদিনে বিএনপির দোয়া মাহফিল

মমিন রশীদ বগুড়া ঃ বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৮৩তম জন্ম বার্ষিকী …

Powered by themekiller.com