Home / সারাদেশ / চট্টগ্রাম বিভাগ / রাঙামাটিতে নতুন আরো ৪২ জন করোনা পজেটিভ ॥ মোট আক্রান্ত ৩৪১

রাঙামাটিতে নতুন আরো ৪২ জন করোনা পজেটিভ ॥ মোট আক্রান্ত ৩৪১

যমুনা নিউজ বিডিঃ রাঙামাটিতে আরো ৪২ জন করোনা পজেটিভ রোগী হিসেবে শনাক্ত হয়েছে। বিষয়টি নিশ্চিত করে রাঙামাটি সিভিল সার্জন অফিসের করোনা বিষয়ক ফোকাল পার্সন ডা. মোস্তফা কামাল জানিয়েছেন, বৃহস্পতিবার প্রাপ্ত রিপোর্টে এই নতুন ৪২ জন পজেটিভ রোগীর তথ্য পাওয়া যায়।

৪২ জনের মধ্যে সদর হতে ২৫ জন, জুরাছড়ি হতে ৯ জন, কাপ্তাই হতে ৬ জন ও রাজস্থলী ২ আছে বলে নিশ্চিত করেছেন তিনি। জুরাছড়িতে শনাক্ত ৯ জনের সবাই-ই পুলিশ বলে জানা গেছে।

এ নিয়ে রাঙামাটিতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪১ জন। অন্যদিকে রাঙামাটিতে সুস্থ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫৪ জন।

স্বাস্থ্য বিভাগের তথ্য মোতাবেক এখন পর্যন্ত কোয়ারেন্টাইনে আছেন ৯৮জন, আইসোলেশনে আছেন ১৫ জন, এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৬ জন।

Check Also

শেখ কামাল ছিলেন অসামান্য সাংগঠনিক দক্ষতার অধিকারী: মেয়র তাপস

যমুনা নিউজ বিডিঃ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, …

error: Content is protected !!
%d bloggers like this:

Powered by themekiller.com