Home / শিল্প সাহিত্য / রংপুরে বগুড়া টিআইবির ইয়েস সদস্যরা মঞ্চায়ন করল নাটক “হামাগেরে গপ্পো”

রংপুরে বগুড়া টিআইবির ইয়েস সদস্যরা মঞ্চায়ন করল নাটক “হামাগেরে গপ্পো”

যমুনা নিউজ বিডি ঃ রংপুরে ব্রাক লার্নিং সেন্টারে টিআইবির দুইদিনব্যাপী দুর্নীতি বিরোধী ইয়ূথ ক্যাম্প ২০১৮ অনুষ্ঠিত হচ্ছে গতকাল সোমবার থেকে। উত্তরাঞ্চলের ১০ টি জেলা সাংস্কৃতিক অনুষ্ঠানে তাদের দুর্নীতি বিরোধী কর্মকান্ডের সফলতা তুলে ধরে নানা ভঙ্গিতে। গতকাল সোমবার বগুড়া টিআইবি’র ইয়েস সদস্যরা তাদের কর্মকান্ড এবং সফলতা তুলে ধরে নাটকের মাধ্যমে। বগুড়া সনাক সদস্য সরকারি আজিজুল হক কলেজের ইংরেজি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর ওসমান গণির রচনায় নাটক “হামাগেরে গপ্পো” এর নির্দেশনা দিয়েছেন সিজুল ইসলাম। বগুড়ার আঞ্চলিক ভাষার এই নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইয়েস সদস্য মোহাম্মদ জুবায়ের , ইয়াসমিন আক্তার হিয়া, জেরিন তাসনিম সুপ্তি, আইভি আক্তার, ইনজামামুল হক এবং নুরুন্নাহার। নাটকটি উপস্থিত দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। আজ ইয়্যূথ ক্যাম্প সমাপ্ত হবে।

Check Also

ঢাবির ‘ঘ’ ইউনিটে জালিয়াতির প্রমাণ পাওয়া গেছে

যমুনা নিউজ বিডি: সম্প্রতি শেষ হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ডিজিটাল জালিয়াতির প্রমাণ …

Powered by themekiller.com