Home / আন্তর্জাতিক / যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড় লরার আঘাতে নিহতের সংখ্যা বেড়ে ২৫

যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড় লরার আঘাতে নিহতের সংখ্যা বেড়ে ২৫

যমুনা নিউজ বিডিঃ যুক্তরাষ্ট্রের লুজিয়ানা অঙ্গরাজ্যে হারিকেন লরার আঘাতে মৃতের সংখ্যা বেড়ে ২৫ জনে দাঁড়িয়েছে। লুজিয়ানার স্বাস্থ্য বিভাগ নতুন করে আরও দুজনের মৃত্যুর কথা নিশ্চিত করার পর এ সংখ্যা বেড়ে ২৫-এ দাঁড়ায়।  নতুন নিহত দুই ব্যক্তির একজন মারা গেছেন আঘাতজনিত কারণে আর অন্যজন বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে। স্বাস্থ্য বিভাগ নিশ্চিত করেছে যে, দুই ব্যক্তি ঘূর্ণিঝড় সংক্রান্ত ঘটনায় মারা গেছে। গত ২৭ আগস্ট চার ক্যাটাগরির ঘূর্ণিঝড় লরা লুজিয়ানার দক্ষিণ-পশ্চিম উপকূলে ভয়াবহ আঘাত হানে। এই ঝড়ে টেক্সাস উপকূলেও মারা গেছে ৫ জন।

মার্কিন উপকূল থেকে যাওয়ার পথে ঘুর্ণিঝড় লরা হাইতি ও ডোমিনিকান প্রজাতন্ত্রে আঘাত হানে। ঝড়ের আঘাতে হাইতিতে মারা গেছে অন্তত দুই ডজন মানুষ।
খবর পার্স টুডে

Check Also

করোনায় ভারতে ৬০ লাখ উচ্চপদস্থ কর্মকর্তা বেকার

যমুনা নিউজ বিডিঃ করোনাভাইরাসের লকডাউনের কারণে শুধু শ্রমিকরাই কাজ হারাননি, চাকরি হারিয়েছেন ভারতের ৬০ লাখ …

error: Content is protected !!
%d bloggers like this:

Powered by themekiller.com