Home / বিনোদন / যুক্তরাজ্যের ইএস ম্যাগাজিনের প্রচ্ছদে দীপিকা

যুক্তরাজ্যের ইএস ম্যাগাজিনের প্রচ্ছদে দীপিকা

যমুনা নিউজ বিডি ঃ সাম্প্রতিক সময়ে তাঁকে বলা হচ্ছে বলিউডের লিডিং লেডি। তিনি দীপিকা পাডুকোন। যিনি তাঁর সৌন্দর্য আর গুণ দ্বারা সম্প্রতি যুক্তরাজ্যভিত্তিক বিনোদন সাময়িকী ইস্টার্ন স্ট্যান্ডার্ড (ইএস ম্যাগাজিন) এর প্রচ্ছদে জায়গা করে নিলেন।

প্রচ্ছদে যেন দ্যুতি ছড়াচ্ছেন এই বলিউড অপ্সরা। ফিল্মফেয়ার মিডল ইস্ট এবং টিংস লন্ডন এর প্রচ্ছদের পর নতুন এই প্রচ্ছদে যেন নিজেকে আরো বিকশিত করলেন এই বলিউড ডিভা।

এ বছরটাই যেন দারুণ দীপিকার। বছরটি তিনি শুরুই করেছেন ম্যাগনাম ওপাস ‘পদ্মাবত’ দিয়ে। যা এ পর্যন্ত বছরের সবচেয়ে বড় হিট বলে বিবেচিত। ছবিটি এ পর্যন্ত ২৮২ কোটি রুপি আয় করেছে।
সূত্র : ডিএনএ

Check Also

পুরনো দৃশ্য নতুন করে

যমুনা নিউজ বিডি ঃ বলিউডের অন্যতম চৌকস অভিনেত্রী বলা হয় তাঁকে। শাহরুখ খান হোক বা …

Powered by themekiller.com