Home / সারাদেশ / খুলনা বিভাগ / যশোরে ২৪ ঘণ্টায় রেকর্ড ৩০ জনের করোনা শনাক্ত

যশোরে ২৪ ঘণ্টায় রেকর্ড ৩০ জনের করোনা শনাক্ত

গত ২৪ ঘণ্টায় যশোরে রেকর্ড ৩০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। যশোরে নমুনা পরীক্ষা শুরুর একদিনে এটি সর্বোচ্চ। এর মধ্যে দিয়ে যশোর জেলায় করোনা শনাক্ত হওয়ার সংখ্যা মোট ৩০০ ছাড়িয়েছে। শনাক্তদের মধ্যে এখন পর্যন্ত দুজনের মৃত্যু হয়েছে এবং সুস্থ হয়েছেন ১২০ জন।

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জেনোম সেন্টারের পরীক্ষণ দলের সদস্য ড. শিরিন নিগার জানান, যশোরের ৯৪ জনের নমুনা পরীক্ষা করে ৩৫ জনের, নড়াইলের ৬৮ জনের নমুনা পরীক্ষা করে পাঁচজনের, মাগুরার ২২ জনের নমুনা পরীক্ষা করে ৬ জনের এবং ঝিনাইদহের ২৫ জনের নমুনা পরীক্ষা করে একজনকে পজেটিভ হিসেবে চিহ্নিত করা হয়। আর সাতক্ষীরার দুজনের নমুনা পরীক্ষা করে সবগুলোর ফলাফল নেগেটিভ এসেছে। তিনি বলেন, যবিপ্রবির ল্যাবে মোট ২১১ জনের নমুনা পরীক্ষা করে ৪৭ জনের করোনা পজিটিভ এবং ১৬৪ জনের নেগেটিভ ফলাফল এসেছে। বিশ্ববিদ্যালয় থেকে জানানো হয়েছে, পরীক্ষা সংক্রান্ত সব তথ্য সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জন অফিসে পাঠানো হয়েছে। যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন জানান, সকালে যবিপ্রবি ল্যাব থেকে যে ৩৫ জনের পজেটিভ রেজাল্ট পাওয়া গেছে তার মধ্যে নতুন শনাক্ত ৩০ জন; বাকি পাঁচজন পুরনো রোগী। তিনি বলেন, আক্রান্ত রোগীদের অবস্থান ও তাদের ইতিহাস জানার চেষ্টা করা হচ্ছে। রোগীদের অবস্থান জেনে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

Check Also

ঝিনাইদহে গণপরিবহনে পুলিশের অভিযান

ঝিনাইদহ প্রতিনিধিঃ  ঝিনাইদহে করোনা ভাইরাস প্রতিরোধে গণপরিবহনে স্বাস্থ্য বিধি মেনে চলা ও অতিরিক্ত ভাড়া আদায় …

error: Content is protected !!
%d bloggers like this:

Powered by themekiller.com