Home / সারাদেশ / খুলনা বিভাগ / যশোরে আক্রান্তের সংখ্যা ৬৪২

যশোরে আক্রান্তের সংখ্যা ৬৪২

যশোর প্রতিনিধিঃ যশোরে আরো ৪২ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। বৃহস্পতিবার সকালে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জেনোম সেন্টার থেকে এই ফলাফল ঘোষণা করা হয়। এই নিয়ে জেলায় ৬৪২ জনের করোনা শনাক্ত হয়েছে। আর মারা গেছেন ১৩ জন।
যবিপ্রবি পরীক্ষণ দলের সদস্য ড. শিরিন নিগার জানান, বুধবার যশোরের ১১০ জনের নমুনা পরীক্ষা করে ৪২ জনের ও মাগুরার ৪৯ জনের নমুনা পরীক্ষা করে আট জনের নমুনাতে করোনা পজিটিভ ফলাফল আসে। খুলনার ১০টি নমুনা পরীক্ষা করে সবগুলোর ফলাফল নেগেটিভ এসেছে। অর্থাৎ যবিপ্রবির ল্যাবে এদিনে ১৬৯ জনের নমুনা পরীক্ষা করে ৫০ জনের করোনা পজিটিভ ফলাফল এসেছে।
যশোর সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন বলেন, সকালে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ৪২ জনের করোনা পজিটিভ ফল এসেছে। সবকটিই নতুন পজিটিভ।
জানা যায়, আগের আক্রান্তদের মধ্যে এখনো পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯২ জন। মারা গেছেন ১৩ জন।

Check Also

বগুড়ায় বীর মুক্তিযোদ্ধাদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিচিত সভা অনুষ্ঠিত

ষ্টাফ রিপোর্টারঃ সোমবার ১০ আগস্ট বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের করতোয়া সন্মেলনে কক্ষে বগুড়া জেলার নবাগত …

error: Content is protected !!
%d bloggers like this:

Powered by themekiller.com