Home / ইতিহাস ও ঐতিহ্য / ময়লা পরিষ্কার করতে নেমে গেলেন বিদেশি পর্যটকরাই

ময়লা পরিষ্কার করতে নেমে গেলেন বিদেশি পর্যটকরাই

যমুনা নিউজ বিডি: বাংলাদেশের অন্যতম সুন্দর জলপ্রপাত মৌলভীবাজারের কমলগঞ্জে হামহাম জলপ্রপাত। আগে থেকে খোঁজ খবর নিয়ে দুই ডাচ পর্যটক বেড়াতে গিয়েছিলেন সেই হামহাম জলপ্রপাতে। তবে সেখানে গিয়ে বিপুল পরিমাণে আবর্জনা দেখে আশাভঙ্গ হয় তাদের।

স্থানীয় পর্যটকরা বিপুল পরিমাণ ময়লা-আবর্জনা ফেলে পর্যটন স্থানটির অবস্থা অত্যন্ত বাজে করে রেখেছিল আগেই। তাতে সে স্থানের সৌন্দর্য নষ্ট হচ্ছিল মারাত্মকভাবে। এরপর তখনই সিদ্ধান্ত নিয়ে এলাকাটির সৌন্দর্য ফেরানোর জন্য ময়লা পরিষ্কারের সিদ্ধান্ত নেন দুই ডাচ পর্যটক।

গতকাল মঙ্গলবার দুপুরে জলপ্রপাতে বেড়াতে আসেন নেদারল্যান্ডের নাগরিক লুই ও ডিডারিক। সে সময়েই মানুষের ফেলে যাওয়া ময়লা-আবর্জনা পরিষ্কার করেন।

তাদের সঙ্গে থাকা ট্যুর গাইড ও ভ্রমণবিষয়ক লেখক শ্যামল দেববর্মা গণমাধ্যমকে জানান, বেড়াতে এসে হামহাম এলাকায় ফেলে রাখা বিভিন্ন পলিথিন, চিপসের প্যাকেট ও প্লাস্টিকের বোতল দেখে হতাশা ব্যক্ত করেন এই দুই বিদেশি পর্যটক। এর পর নিজেদের উদ্যোগে ঝাড়ু জোগাড় পরিচ্ছন্নতা অভিযান শুরু করেন তারা। প্রায় এক ঘণ্টার চেষ্টায় সেই এলাকার ময়লা ও প্লাস্টিক পরিষ্কার করেন সেই দুই পর্যটক।

Check Also

জীবনের শেষ ভাষণে যা বলেছিলেন বঙ্গবন্ধু

যমুনা নিউজ বিডি: ১৯৭৫ সালের ২৬ মার্চ ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার …

Powered by themekiller.com