Breaking News
Home / সারাদেশ / ময়মনসিংহে ৪০ ঘণ্টা পর বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক

ময়মনসিংহে ৪০ ঘণ্টা পর বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক

যমুনা নিউজ বিডিঃ ময়মনসিংহে কেওয়াটখালিতে গ্রিড উপকেন্দ্রে আগুন লেগে বিভাগের চার জেলায় বিদ্যুৎ সরবরাহ প্রায় ৪০ ঘণ্টা বন্ধ থাকার পর থাকার পর আবার তা স্বাভাবিক হয়েছে। পাওয়ার গ্রিড কম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) ময়মনসিংহ উপ-কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী  মাসুদুল হক জানান, শুক্রবার রাত ২টা ৫২ মিনিটে পুড়ে যাওয়া পাওয়ার গ্রিড ‘টি ওয়ান’ ট্রান্সফরমারটি সচল করা হয়। এর পর থেকেই ময়মনসিংহের বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিকভাবে চলছে।

পিডিবি, ময়মনসিংহের পিজিসিবর কর্মীরা এবং এনার্জিপ্যাকের বিশেষজ্ঞ টিমের সদস্যরা এ কাজে সহায়তা করেছে বলে জানান মাসুদুল। এর আগে গত মঙ্গলবার দুপুরে কেওয়াটখালিতে ওই গ্রিড উপকেন্দ্রের ‘মার্শেলিং বোর্ড ওভারহিটেড’ বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। সেদিনের অগ্নিকাণ্ডে গ্রিডের পাওয়ার ট্রান্সফরমার, ৩৩ কেভি সার্কিট ব্রেকার, কারেন্ট ট্রান্সফরমার-সিটি, আইসোলেটর, কন্ট্রোল সার্কিট সিস্টেমসহ প্যানেল বোর্ড পুড়ে যায়।

ওই পরিস্থিতিতে পিডিবির ময়মনসিংহ অঞ্চলের চার জেলায় সাড়ে ছয় লাখ গ্রাহক কয়েক ঘণ্টা বিদ্যুৎহীন থাকেন। এরই মধ্যে দ্বিতীয় দফায় গত ১০ বৃহস্পতিবার সেপ্টেম্বর সকাল ১১টার সময় ময়মনসিংহের কেওয়াটখালী পিজিসিবির ‘টি ওয়ান’ পাওয়ার ট্রান্সফরমারে আগুন লেগে সিটি, সার্কিট ব্রেকার এবং ক্যাবল পুড়ে যায়। এর পর থেকে ময়মনসিংহ বিভাগ বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়ে। দফায় দফায় পিজিসিবি পাওয়ার ট্রান্সফরমারে আগুন লেগে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েন ময়মনসিংহ বিভাগের প্রায় সাড়ে ১০ লাখ বিদ্যুৎ গ্রাহক।

Check Also

সোনাতলা-সারিয়াকান্দি সড়ক যোগাযোগ বন্ধ, পথচারীদের দূর্ভোগ চরমে

যমুনা নিউজ বিডিঃ বগুড়ার সোনাতলা-সারিয়াকান্দি সড়কের বুড়ামেলা নামক স্থানে সুখনদীর অব্যাহত ভাঙনে ব্রীজের দক্ষিণ পার্শ্বের …

error: Content is protected !!
%d bloggers like this:

Powered by themekiller.com