Home / খেলাধুলা / মায়ের জন্য অবসরে ‘ইরানি মেসি’

মায়ের জন্য অবসরে ‘ইরানি মেসি’

যমুনা নিউজ বিডি ডেস্ক : সর্দার আজমুনের বয়স কেবল ২৩ বছর। এরই মাঝে ‘ইরানিয়ান মেসি’র তকমা পেয়েছিলেন তিনি। বিশ্বকাপ মিশন শেষে দেশবাসী তার সমালোচনায় মাতে। ছেলের এমন সমালোচনা দেখে তার মা নাকি অসুস্থ হয়ে পড়েছেন। আর তাই জাতীয় দলকেই বিদায় বলে দিয়েছেন এই ফুটবলার!

ইরানের হয়ে আজমুন ৩৩ ম্যাচে ২৩ গোল করেছেন। রাশিয়া বিশ্বকাপে তার দল ‘বি’ গ্রুপ থেকে তৃতীয় হয়ে শেষ করে। আজমুন বাছাই পর্বে দুরন্ত ফুটবল উপহার দেন। ১৪ ম্যাচে ১১টি গোল করেন।

আজমুন বলেন, সমালোচনা সহ্য করতে না পেরে মা মারাত্মক অসুস্থ হয়ে পড়েছিলেন। এখন কিছুটা সেরে উঠেছেন। কিছু নির্দয় লোক দুর্ভাগ্যবশত আমার এবং দলের যে সমালোচনা করছে, সেটি মোটেই আমাদের প্রাপ্য নয়। এই অবস্থায় মা এবং দল দুটোর একটা আমাকে বেছে নিতে হতো। আমি মাকে নিয়েছি।

আজমুন ১৯ বছর বয়সে ইরান জাতীয় দলের জার্সি গায়ে চাপান।

Check Also

মহারাজের ৮ উইকেট; শ্রীলঙ্কা ধ্বংসস্তুপ

যমুনা নিউজ বিডি ঃ শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বো টেস্টের প্রথম দিনের নায়ক দক্ষিণ আফ্রিকার বাঁ-হাতি স্পিনার …

Powered by themekiller.com