Home / সারাদেশ / বগুড়া / মালগ্রামের দাদী খ্যাত সুবুরুন ১০৮ বছরে মারা গেলেন

মালগ্রামের দাদী খ্যাত সুবুরুন ১০৮ বছরে মারা গেলেন

যমুনা নিউজ বিডি ঃ বগুড়া শহরের মালগ্রামের দাদী খ্যাত প্রবীণ ব্যক্তি মরহুম ময়েন উদ্দিন পশারীর স্ত্রী সবুরুন নেছা বুধবার দুপুরে ইন্তেকাল করেছেন। ইন্নলিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজেউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০৮ বছর। বাদ আসর মালগ্রাম ইদগাহ মাঠে নামাযে জানাযা শেষে মালগ্রাম পৌর গোরস্তানে দাফন করা হয়।
মৃত্যকালে পুত্র কণ্যা নাতী কোল নাতী সহ অসংখ্যগুনাগ্রাহী রেখে গেছেন।
মরহমের ইন্তেকালে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন মালগ্রাম মসজিদে বাইতুল্লাহ সভাপতি মোজাম্মেল হোসেন সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম,সদস্য সাংবাদিক সিরাজুল ইসলাম প্রমুখ।

Check Also

ফরিদপুরে আ.লীগ তিন, স্বতন্ত্র পাঁচ

যমুনা নিউজ বিডি: দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে ফরিদপুরের আট উপজেলার তিনটিতে আওয়ামী লীগ …

Powered by themekiller.com