Home / জাতীয় / মানবিক কাজের স্বীকৃতি পেলেন পুলিশের উপ-পরিদর্শক শবনম

মানবিক কাজের স্বীকৃতি পেলেন পুলিশের উপ-পরিদর্শক শবনম

যমুনা নিউজ বিডি রিপোর্ট :বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী দায়িত্ব পালনকালে মানবিক কাজের স্বীকৃতি হিসেবে পুলিশের উপ-পরিদর্শক মশা. শবনম সুলতানাকে পুরস্কৃত করেছেন।

আজ সোমবার সকালে আইজিপি পুলিশ সদর দপ্তরে তাকে অর্থ পুরস্কারে পুরস্কৃত করেন। এ সময় পুলিশ প্রধান বলেন, শবনম সুলতানা নিজ উদ্যোগে দুর্ঘটনা কবলিত পিক আপ ভ্যানের চালককে উদ্ধার করে ট্রাফিক পরিস্থিতি স্বাভাবিক রাখার ক্ষেত্রে যে নৈপুণ্য দেখিয়েছেন তা অত্যন্ত প্রশংসনীয়। তিনি নিজে আহত গাড়ি চালককে সেবা দিয়ে মানবিক সেবার অনন্য নজির স্থাপন করেছেন। তার এ মানবিক উদ্যোগের ফলে জনমনে পুলিশের ইতিবাচক ভাবমূর্তি বেড়েছে।

উল্লেখ্য, ডিএমপির তেজগাঁও থানার উপ-পরিদর্শক মশা. শবনম সুলতানা গত ২২ এপ্রিল শাহীনবাগ এলাকায় দায়িত্ব পালনকালে বেতার বার্তার মাধ্যমে সিভিল এভিয়েশন স্কুলের সামনে সড়ক দুর্ঘটনার সংবাদ পান। তিনি তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনা কবলিত পিক আপ ভ্যানের চালককে উদ্ধার করেন। শবনমের এ মানবিক উদ্যোগ সর্ব মহলে প্রশংসিত হয়েছে, যা পুলিশ বাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল করেছে।

Check Also

আপাতত সুপ্রভাতের কোনো বাস চলবে না : মেয়র আতিকুল

যমুনা নিউজ বিডি :   রাজধানীর প্রগতি সরণি সড়কে সুপ্রভাত পরিবহনের যে বাসের চাপায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আবরার …

Powered by themekiller.com