Home / জাতীয় / মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৭০.৮৯%

মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৭০.৮৯%

যমুনা নিউজ বিডি ঃ ২০১৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় পৃথকভাবে ১০ বোর্ডের গড় পাসের হার জানা গেছে। আজ রবিবার (৬ মে) সকালে গণভবনে সংবাদ সম্মেলনে পাসের হারসংক্রান্ত তথ্য জানান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল (এসএসসি সমমান) পরীক্ষায় এ বছর ৭০ দশমিক ৮৯ শতাংশ পরীক্ষার্থী পাস করেছেন। গত বছর পাসের এ হার ছিল ৭৬ দশমিক ২০ শতাংশ। এ বছর জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৩৭১ জন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এবার ১০ বোর্ডে গড় পাসের হার ৭৯ দশমিক ৪০ শতাংশ। যা গত বছরের থেকে ৩ শতাংশ কম।

Check Also

মায়ের ওড়না পেঁচিয়ে শিক্ষার্থীর আত্মহনন

যমুনা নিউজ বিডি ঃ  যশোরের অভয়নগরে তানভীর আহমেদ (১৬) নামের এক স্কুলছাত্র মায়ের ওড়না গলায় …

Powered by themekiller.com