Home / সারাদেশ / ঢাকা বিভাগ / মতিঝিলে ভবন থেকে যুবকের লাশ উদ্ধার

মতিঝিলে ভবন থেকে যুবকের লাশ উদ্ধার

যমুনা নিউজ বিডি ঃ রাজধানীর মতিঝিলে মহিবুল্লাহ ওরফে বাবু নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি এনসিসি ব্যাংকের পাম্প অপারেটর হিসেবে কাজ করতেন।

সকালের দিকে মতিঝিলের এনসিসি ব্যাংকের তৃতীয় তলা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

এ বিষয়ে মতিঝিল থানার ওসি (তদন্ত) গোলাম রব্বানী সাংবাদিকদের জানান, ব্যাংকের তৃতীয় তলা থেকে পানির পাইপের সঙ্গে বিদ্যুতের তার দিয়ে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় মহিবুলের মরদেহ উদ্ধার করা হয়। লাশটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

Check Also

অবৈধপথে প্রবেশকালে বেনাপোলে আটক ৫

যমুনা নিউজ বিডি:  ভারত থেকে সীমান্তের অবৈধপথে বাংলাদেশে প্রবেশের সময় বেনাপোল সীমান্ত থেকে পাঁচ বাংলাদেশিকে …

Powered by themekiller.com