Home / আন্তর্জাতিক / ভূমিকম্পের মধ্যেও চলবে জাপানের নতুন বুলেট ট্রেন

ভূমিকম্পের মধ্যেও চলবে জাপানের নতুন বুলেট ট্রেন

যমুনা নিউজ বিডিঃ  দক্ষতা ও নিয়মানুবর্তিতার জন্য জাপানের বুলেট ট্রেনের খ্যাতি বিশ্বজোড়া। এবার তার সঙ্গে যুক্ত হচ্ছে সুরক্ষার নতুন মাত্রা। আগামী বছর থেকে চালু হতে যাওয়া বুলেট ট্রেন ভূমিকম্পের সময় যাত্রীদের সুরক্ষা নিশ্চিত করে গন্তব্যে পৌঁছে দেবে। গত ১ জুলাই এটি টোকাইডো শিনকানসেন লাইনে যুক্ত হয়েছে। আর গত বছর যখন পরীক্ষামূলকভাবে এই ট্রেন চালানো হয়েছিল, তখন এটি নতুন রেকর্ড গড়ে বিশ্বের দ্রুততম ট্রেনগুলির মধ্যে একটি হয়ে ওঠে। তখন সর্বোচ্চ গতি ছিল ঘণ্টায় ৩৬০ কিলোমিটার। তবে এই ট্রেন চালু হওয়ার পর সর্বোচ্চ গতি বেঁধে দেওয়া হবে ঘণ্টায় ২৮৫ কিমি।

সিএনএন জানায়, জাপানের তৈরি এন সেভেন হ্রান্ড্রেডএস নামের ওই বুলেট ট্রেন কেবল দ্রুতগতি ও আরামদায়ক ভ্রমণ নয়, যাত্রীদের সর্বোচ্চ সুরক্ষা দেওয়ার ক্ষেত্রেও অনন্য। অনন্য এই বুলেট ট্রেনটি ২০২০ সালের টোকিও অলিম্পিকের সময় চালু হওয়ার কথা থাকলেও পরবর্তীতে ২০২১ সালে চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। ১৯৬৪ সালে টোকিও শিনকানসেন লাইনের উদ্বোধন করে জাপান। এটি টোকিও ও ওসাকার মধ্যে সংযোগ স্থাপন করে। সে বছর টোকিওতে গ্রীষ্মকালীন অলিম্পিকের সময় এটি চালু হয়। যা ছিল বিশ্বের প্রথম দ্রুতগতি সম্পন্ন ট্রেনের লাইন।

Check Also

৩৭০ ধারা বাতিলের বর্ষপূর্তিতে কাশ্মীরে জঙ্গি হামলার আশঙ্কা, কারফিউ জারি

যমুনা নিউজ বিডিঃ আবারো অশান্তির আশঙ্কা জম্মু ও কাশ্মীরে। গত বছরের ৫ আগস্ট জম্মু ও …

error: Content is protected !!
%d bloggers like this:

Powered by themekiller.com