Breaking News
Home / রাজনীতি / ভিন্নমত তুলে ধরলেই গণমাধ্যমকর্মীদের শাস্তি পেতে হচ্ছে

ভিন্নমত তুলে ধরলেই গণমাধ্যমকর্মীদের শাস্তি পেতে হচ্ছে

যমুনা নিউজ বিডি ঃ বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বর্তমান সরকারের কিছু সংস্থা গণমাধ্যমের ওপর চেপে বসে আছে এবং ভিন্নমত ভিন্নকিছু তুলে ধরলেই গণমাধ্যমকর্মীদের শাস্তি পেতে হচ্ছে, উচ্চ মূল্য দিতে হচ্ছে। এমনকি জীবনের মূল্য তাদেরকে দিতে হচ্ছে।

আজ মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে সুশীল ফোরামের আয়োজনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আগামী নির্বাচনে জনগণের নির্বাচিত সরকার সংসদ গঠন করবে উল্লেখ করে খসরু মাহমুদ চৌধুরী বলেন, শুধুমাত্র এই প্রক্রিয়া নিশ্চিত হলেই আগামী দিনে নির্বাচন হবে এর বাইরে আর কোনো সুযোগ নেই।

সভায় আরো উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য হাবিবুর রহমান হাবিব, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (একাংশের) সভাপতি কাদের গনি চৌধুরী, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি রফিকুল ইসলাম রিপন প্রমুখ।

Check Also

রিকশাচালককে মারধর, সুইটিকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার

যমুনা নিউজ বিডি:  দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ঢাকার ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের মহিলা সম্পাদিকার পদ …

Powered by themekiller.com