Breaking News
Home / আন্তর্জাতিক / ভারতে ভেজাল মদপান; নিহত বেড়ে ৭০

ভারতে ভেজাল মদপান; নিহত বেড়ে ৭০

যমুনা নিউজ বিডি :   ভারতে ভেজাল মদপানে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৭০ জনে দাঁড়িয়েছে। এর আগে এই ঘটনায় মৃতের সংখ্যা ৪৪ জন বলে জানানো হয়েছিল।

দেশটির উত্তর প্রদেশ ও উত্তরাখন্ডে গত তিনদিনে এই মৃত্যুর ঘটনা ঘটেছে।

জানা গেছে, উত্তর প্রদেশ রাজ্যের সাহারনপুর জেলায় ৩৬ জন এবং কুশিনগর জেলায় ৮ জন নিহত হয়েছে। এ ছাড়া উত্তরাখন্ডে মারা গেছে ২৮ জন।

এ ছাড়া বেশ কয়েকজন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

পুলিশ বলছে, উত্তর প্রদেশ রাজ্যের সাহারানপুরের যারা মারা গেছে তারা পার্শ্ববর্তী উত্তরাখন্ডে একটি শেষকৃত্য অনুষ্ঠানে গিয়েছিল। সেখানে তারা ভেজাল মদপান করে মারা গেছে। কয়েকজন সেই মদ সাহারানপুরে নিয়ে এসে বিক্রি করে।

প্রসঙ্গত, উত্তর প্রদেশে ২০১১ সাল থেকে এ পর্যন্ত ভেজাল মদপানে ১৭৫ জনের বেশি লোকের মৃত্যু হয়েছে।

সূত্র : এনডিটিভি

Check Also

ভারতের নানা প্রান্তে কাশ্মীরিদের ওপর হামলা মারধর

যমুনা নিউজ বিডি:   তিনদিন আগে ভারত-শাসিত কাশ্মীরের পুলওয়ামা জেলায় আত্মঘাতী হামলায় ভারতীয় আধা-সামরিক বাহিনী সিআরপিএফের …

Powered by themekiller.com