Breaking News
Home / আন্তর্জাতিক / ভারতের মণিপুরে ভূমিধস, ৭ শিশুসহ ৯ জনের প্রাণহানি

ভারতের মণিপুরে ভূমিধস, ৭ শিশুসহ ৯ জনের প্রাণহানি

যমুনা নিউজ বিডি ঃ ভারতের মণিপুর রাজ্যে ভূমিধসের ঘটনায় ৭ শিশুসহ ৯ জনের প্রাণহানি ঘটেছে। আজ বুধবার সকালে এ ঘটনা ঘটে। ভারী বৃষ্টিপাতের কারণে এই ভূমিধসের সৃষ্টি হয় বলে জানা গেছে।

জানা গেছে, মনিপুরের নেইগাইলুয়াং, নিউ সালেম এবং রামগেইলং ভূমিধসের ঘটনায় নিহতদের মধ্যে অধিকাংশই শিশু।

নিউ সালেম এলাকায় একই পরিবাবের পাঁচ শিশু নিহত হয়েছে। অপর এক ঘটনায় একই পরিবারের দুই শিশু নিহত হয়। ভূমিধসের সময় তারা সকলেই ঘুমিয়ে ছিল। আকস্মিকভাবে কাদা-পানি ঢুকে পড়লে তাদের মৃত্যু হয়।

সূত্র: দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস

Check Also

জইশ-ই-মোহাম্মদের সদর দফতর দখলে নিয়েছে পাকিস্তান

যমুনা নিউজ বিডি:   কাশ্মীরের পুলওয়ামা হামলার দায় স্বীকারকারী জঙ্গি সংগঠন জইশ-ই-মোহাম্মদের (জেইএম) সদর দফতর নিয়ন্ত্রণে …

Powered by themekiller.com