Home / আন্তর্জাতিক / ভারতের মণিপুরে ভূমিধস, ৭ শিশুসহ ৯ জনের প্রাণহানি

ভারতের মণিপুরে ভূমিধস, ৭ শিশুসহ ৯ জনের প্রাণহানি

যমুনা নিউজ বিডি ঃ ভারতের মণিপুর রাজ্যে ভূমিধসের ঘটনায় ৭ শিশুসহ ৯ জনের প্রাণহানি ঘটেছে। আজ বুধবার সকালে এ ঘটনা ঘটে। ভারী বৃষ্টিপাতের কারণে এই ভূমিধসের সৃষ্টি হয় বলে জানা গেছে।

জানা গেছে, মনিপুরের নেইগাইলুয়াং, নিউ সালেম এবং রামগেইলং ভূমিধসের ঘটনায় নিহতদের মধ্যে অধিকাংশই শিশু।

নিউ সালেম এলাকায় একই পরিবাবের পাঁচ শিশু নিহত হয়েছে। অপর এক ঘটনায় একই পরিবারের দুই শিশু নিহত হয়। ভূমিধসের সময় তারা সকলেই ঘুমিয়ে ছিল। আকস্মিকভাবে কাদা-পানি ঢুকে পড়লে তাদের মৃত্যু হয়।

সূত্র: দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস

Check Also

সাংবাদিক হত্যা : পাঁচ জনের মৃত্যুদণ্ড চায় সৌদি আরব

যমুনা নিউজ বিডি:  সৌদি রাজপরিবারের সমালোচক ও ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগি হত্যার সঙ্গে জড়িত …

Powered by themekiller.com