Home / নারী ও শিশু / ভাঙ্গুড়ায় দেড় বছরের শিশু নিখোঁজ

ভাঙ্গুড়ায় দেড় বছরের শিশু নিখোঁজ

যমুনা নিউজ বিডি: পাবনার ভাঙ্গুড়ায় দেড় বছরের শিশু কন্যা তাইমা নিখোঁজ হয়েছে। এ ঘটনায় শিশুর বাবা আমজাদ হোসেন বুধবার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। শিশুটির বাড়ি উপজেলার পারভাঙ্গুড়া ইউনিয়নের ভেড়ামারা গ্রামে।

জিডিতে উল্লেখ করা হয়েছে, গত মঙ্গলবার বিকেলে খেলার সময় বাড়ির বাহিরের আঙিনা থেকে নিখোঁজ হয় তাইমা। এ ব্যাপারে ইউপি সদস্য আব্দুল কাদের জানান, সন্ধ্যা থেকে রাতভর আশেপাশের জলাশয়সহ সব জায়গায় খোঁজাখুঁজি করেও তাইমাকে পাওয়া যায়নি।

থানার ডিউটি অফিসার এএসআই সেলিম হোসেন জানান, জিডি হয়েছে, এখন শিশুটিকে খুঁজে বের করার চেষ্টা চালানো হচ্ছে।

Check Also

শিবগঞ্জের মাঝিহট্টে প্রতিপক্ষের মারপিটে দুই জন আহত অতঃপর থানায় অভিযোগ

যমুনা নিউজ বিডি: বগুড়ার শিবগঞ্জ উপজেলার মাঝিহট্টে প্রতিপক্ষের মারপিটে মহিলাসহ আহত-২ অতঃ পর থানায় অভিযোগ। অভিযোগ …

Powered by themekiller.com