Home / সারাদেশ / বগুড়া / ভরাডুবির ভয়ে সরকার অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায় না- সাবেক এমপি লালু

ভরাডুবির ভয়ে সরকার অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায় না- সাবেক এমপি লালু

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু বলেন, ভরাডুবির ভয়ে সরকার অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায় না। আওয়ামী শাসন কখনোই ভোটাধিকার, নির্বাচন ও গণতন্ত্রের জন্য স্বাস্থ্যকর হয়নি। তিনি বলেন, ‘বিএনপিসহ ২০ দলীয় জোটের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের নির্বাচনী প্রচারণায় জনতার ঢল দেখে আওয়ামী লীগ আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে হয়রানি শুরু করেছে। গতকাল শনিবার গাজীপুর সিটি কর্পোরেশনের ১৭নং ওয়ার্ড বিএনপির উদ্দ্যেগে গাজীপুর সিটি কর্পোরশন নির্বাচন উপলক্ষে নেতাকর্মীদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব সোহরাব উদ্দীন, গাজীপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব সুরুজ আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক বছির উদ্দিন বাচ্চু, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহ: সম্পাদক মনিরুল ইসলাম মনির, বগুড়ার গাবতলী উপজেলা বিএনপির সভাপতি আমিনুর রহমান তালুকদার, ছাত্র নেতা আতাউর রহমান, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল নেতা তারেক আহম্মেদ, ছাত্র নেতা মোবারক হোসেন, মাছুদুর কবির, যুবনেতা আরিফুর রহমান মজনু, জাহিদুল, ছাত্রনেতা খোকন, মহব্বত আলী প্রমুখ। মতবিনিময় সভায় আগামী ৭ দিনের জন্য গাজীপুর সিটি কর্পোরেশন বিএনপি প্রার্থী আলহাজ্ব হাসান উদ্দিন সরকারের পক্ষে এ কর্মসূচী ঘোষণা করা হয়।

Check Also

ফরিদপুরে আ.লীগ তিন, স্বতন্ত্র পাঁচ

যমুনা নিউজ বিডি: দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে ফরিদপুরের আট উপজেলার তিনটিতে আওয়ামী লীগ …

Powered by themekiller.com