Home / সারাদেশ / খুলনা বিভাগ / বেনাপোল বন্দর দিয়ে ভারতীয় পন্য আমদানি বন্ধ

বেনাপোল বন্দর দিয়ে ভারতীয় পন্য আমদানি বন্ধ

যমুনা নিউজ বিডিঃ  ভারত বাংলাদেশি রফতানি পণ্য গ্রহন না করার প্রতিবাদে আজ বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মত বেনাপোল বন্দর দিয়ে ভারতীয় পন্য আমদানি বন্ধ করে দিয়েছে বন্দর ব্যবহারকারী সংগঠনগুলো।

ফলে বেনাপোল বন্দরে প্রবেশের অপেক্ষায় শতশত পণ্য বোঝাই ট্রাক আটকা পড়ে আছে বেনাপোলের ওপারে ভারতের পেট্রাপোল বন্দরে।

বেনাপোল বন্দর ব্যবহারকারী ৫টি সংগঠন, বাংলাদেশী রফতানি পণ্য গ্রহন না করা পর্যন্ত ভারত থেকে সকল ধরনের পন্য আমদানি বন্ধ রাখার ঘোষনা দিয়েছে। ফলে গত ৩ মাসে ভারতের সাথে রপ্তানি বানিজ্য ঘাটতি দেখা দিয়েছে ২ হাজার কোটি টাকা।

বেনাপোল বন্দরে আটকা পড়েছে ৫০০ ট্রাক রফতানি বোঝাই পণ্য। গত তিন মাস ধরে এসব ট্রাক আটকে আছে বেনাপোল বন্দরে। দীর্ঘ ৩ মাস বন্ধ থাকার পর গত ৭ই জুন বেনাপোল বন্দর দিয়ে আমদানি বানিজ্য চালু হলেও বাংলাদেশি রপ্তানি পণ্য গ্রহন করতে অণীহা প্রকাশ করে ভারত। ভারত সরকার ও সেদেশের ব্যবসায়ীরা ভারতীয় পণ্য বাংলাদেশে রপ্তানির অনুমতি দিলেও বাংলাদেশি রপ্তানি পণ্য ভারতে প্রবেশের অনুমতি দিচ্ছেনা।

বেনাপোল চেকপোষ্ট এলকায় রপ্তানি পণ্যের গাড়ি খোলা আকাশের নীচে দাঁড়িয়ে থাকায় তৈরী পোষাক, গার্মন্টস পণ্য ও পাটজাত পণ্যসহ বিভিণ পণ্য রোদ বৃষ্টিতে নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

বেনাপোল সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব মফিজুর রহমান সজন জানান, ভারত আমদানি পণ্য দিলেও তারা বাংলাদেশী রফতানি পণ্য গ্রহন করছেন না। ফলে বন্দর ব্যবহারকারী ৫টি সংগঠন ভারত থেকে আসা আমদানি বানিজ্য বন্ধের ঘোষনা দিয়েছে।

তিনি আরও জানান, আজ সকাল সাড়ে ১১ টায় চলমান পরিস্থিতি নিয়ে বেনাপোল বন্দর ব্যবহারকারী সংগঠনগুলো স্থানীয় সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশন মিলনায়তনে জরুরী সভায় মিলিত হয়। সভায় সভাপতিত্ব করেন বেনাপোল সিএন্ড এফ এজেন্টস এসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন।  ফলে আজো ভারত থেকে কোন আমাদানি পণ্য বাংলাদেশে প্রবেশ করেনি। বাংলাদেশী  রফতানি পণ্য ভারতে ঢুকতে না পেরে মোটা অংকের  ট্রাক ডেমারেজ গুনতে হচ্ছে বাংলাদেশী রপ্তানি কারকদের।

বেনাপোল বন্দরের ডাইরেক্টর মামুন কবীর তরফদার জানান, বাংলাদেশি রপ্তানি পণ্য ভারত গ্রহন না করার প্রতিবাদে  বাংলাদেশী বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠন গতকাল থেকে ভারতীয় পণ্য আমদানি বন্ধ করে দিয়েছে। ফলে গত ২ দিন ধরে পণ্য আমদানি বন্ধ রয়েছে। তবে বন্দরে কাজ কর্ম স্বাভাবিক  রয়েছে। বন্দর থেকে পন্য ডেলিভারী অব্যাহত আছে। ওপারে শতশত আমদানি পণ্য বোঝাই ট্রাক আটকে আছে। বেনাপোল বন্দর এলাকায় ৫’শ রপ্তানি পণ্য বোঝাই ট্রাক  আটকে আছে।

Check Also

ঝিনাইদহে গণপরিবহনে পুলিশের অভিযান

ঝিনাইদহ প্রতিনিধিঃ  ঝিনাইদহে করোনা ভাইরাস প্রতিরোধে গণপরিবহনে স্বাস্থ্য বিধি মেনে চলা ও অতিরিক্ত ভাড়া আদায় …

error: Content is protected !!
%d bloggers like this:

Powered by themekiller.com