Home / সারাদেশ / খুলনা বিভাগ / বেনাপোল কাস্টমস্ হাউজের অত্যাধুনিক কেমিক্যাল ল্যাব উদ্ভোধন

বেনাপোল কাস্টমস্ হাউজের অত্যাধুনিক কেমিক্যাল ল্যাব উদ্ভোধন

বেনাপোল(যশোর)প্রতিনিধি: বেনাপোল স্থলবন্দর দিয়ে বৈধপথে আমদানি-রফতানি বাণিজ্যের সঙ্গে অবৈধ পণ্য পাচার প্রতিরোধে কাষ্টমস্ হাউজ বেনাপোলে রাসায়নিক পরিক্ষার অত্যাধুনিক ল্যাব উদ্বোধন করা হয়েছে।

বেনাপোল কাস্টমস্ হাউজের কমিশনার মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরীর সভাপতিত্বে রবিবার (১৩ই জানয়ারী) সকাল সাড়ে ১০টায় জাতীয় রাজস্ব বোর্র্র্ডের (এনবিআর) সদস্য খন্দকার আমিনুর রহমান (শুল্ক,নিরীক্ষা,আধুনিকায়ন ও আন্তর্জাতিক বানিজ্য) ফিতা কেটে বেনাপোল কাষ্টমস্ হাউজের অত্যাধুনিক কেমিক্যাল ল্যাব উদ্বোধন করেছেন ।এরপর তিনি আইসিপি চেকপোস্ট, স্ক্যানার এলাকা পরিদর্শন ও কাষ্টমস্ হাউজের অফিসার্স ক্লাবে আলোচনা সভায় কাস্টমস্ কর্মকর্তা,সিএন্ড এফ এজেন্ট প্রতিনিধিদেরকে কিভাবে সরকারের রাজস্ব বাড়ানো ও কাস্টমস্ হাউজের উন্নয়ন করা যায় সে বিষয়ে দিক নির্দেশনামুলক বক্তব্য প্রদান করেছেন।

প্রধান অতিথী এনবিআর সদস্য খন্দকার মুহাম্মদ আমিনুর রহমান স্থাপিত কেমিক্যাল ল্যাব, স্ক্যানিং মেশিন ও বন্দরের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে সন্দেহ ভাজন পণ্যবাহী ট্রাক স্ক্যানার করত পরে বন্দর, কাস্টমস, ইন্টিগেটেড চেকপোস্ট ও ইমিগ্রেশনের কার্যক্রম পরিদর্শন করেন তিনি।

উদ্বোধন অনুষ্ঠান ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন-বেনাপোল স্থলবন্দর পরিচালক (ট্রাফিক) উপ-সচিব প্রদোষ কান্তি দাস, বেনাপোল কাস্টমস্ হাউজের এডিশনাল কমিশনার জাকির হোসেন, যুগ্ম কমিশনার শাকিলা পারভিন, ডেপুটি কমিশনার জাকির হোসেন,বেনাপোল সিএন্ডএফ এজেন্ট এসোসিযয়েশনের সভাপতি আলহাজ্ব মফিজুর রহমান স্বজন, সহ-সভাপতি আলহাজ্ব নুরুজ্জামান, সাধারন সম্পাদক এমদাদুল হক লতা,সাবেক সভাপতি আলহাজ্ব শামসুর রহমান, যুগ্ম সাধারন সম্পাদক জামাল হোসেন,মহাসিন হোসেন মিলন,বন্দর বিষয়ক সম্পাদক নাসির উদ্দীন, বেনাপোল কাষ্টমস্ অফিসার্স এসোসিয়েশনের খুকা এভ সাধারন সম্পাদক মোস্তফা আল মামুন, সীমান্ত প্রেসক্লাব বেনাপোলের সভাপতি মনির হোসেন ,সাধারন সম্পাদক আয়ুব হোসেন পক্ষী, দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম সেন্টু, প্রচার সম্পাদক রাসেল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জাকির হোসেন সদস্য লোকমান হোসেন রাসেল প্রমুখ।

পরিশেষে উপস্থিত কাস্টমের সকল কর্মকর্তা, বেনাপোল সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন নেতৃবৃন্দ, রাজনৈতিক ব্যাক্তিদ্বয়রা বেনাপোল কাস্টমস্ হাউজের কমিশনার বেলাল হোসাইন চৌধুরীকে বিগত বছর গুলোর তুলনায় এ স্থলবন্দরের আমূল পরিবর্তন , উন্নয়ন , সামাজিক ও মানবিক কার্যক্রম,নিলাম টেন্ডার পদ্ধতিতে সচ্ছতা আনায়ন করায় ধন্যবাদ জ্ঞাপন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Check Also

বগুড়ায় শহীদ জিয়ার জন্মদিনে বিএনপির দোয়া মাহফিল

মমিন রশীদ বগুড়া ঃ বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৮৩তম জন্ম বার্ষিকী …

Powered by themekiller.com