October 16, 2024, 8:48 am

বেকার ভাতা চালুর জন্য বাজেটে অর্থ বরাদ্দ করার দাবীতে বগুড়ায় যুব ইউনিয়নের সমাবেশ

বাংলাদেশ যুব ইউনিয়ন কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বগুড়া জেলা কমিটির উদ্যোগে অদ্য বিকাল সাড়ে ৫ টায় বগুড়া প্রেসক্লাবের সামনে যুব ইউনিয়ন বগুড়া জেলা কমিটির সভাপতি ফারহানা আকতার শাপলার সভাপতিত্বে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সভায় বক্তব্য রাখেন সিপিবি বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক আমিনুল ফরিদ, সদর উপজেলা কমিটির সভাপতি শাহনিয়াজ কবির খান পাপ্পু, যুব ইউনিয়ন বগুড়ার সহ-সভাপতি মামুনুর রহমান মামুন, সাধারণ সম্পাদক সাইদুর রহমান পারভেজ, সদর উপজেলা কমিটির সভাপতি সাবিকুন নাহার যুথি, ছাত্র ইউনিয়ন বগুড়া জেলার সভাপতি ছাব্বির আহম্মেদ রাজ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, “আসন্ন জাতীয় বাজেটে বেকারদের স্থায়ী কর্মসংস্থানের উল্লেখ থাকতে হবে। বেকারদের বেকার ভাতা দিতে হবে। কলকারখানা গড়ে তুলতে হবে, মাদকমুক্ত সমাজ গড়তে হবে। সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং অবিলম্বে সকল সরকারি শূন্যপদে নিয়োগ দিতে হবে। “
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। -খবর বিজ্ঞপ্তী

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD