Home / আন্তর্জাতিক / বিশ্বে করোনায় একদিনে মৃত্যু ৪ হাজার, শনাক্ত আড়াই লাখের কম

বিশ্বে করোনায় একদিনে মৃত্যু ৪ হাজার, শনাক্ত আড়াই লাখের কম

যমুনা নিউজ বিডিঃ ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে আরও চার হাজার মানুষের প্রাণ কেড়ে নিলো করোনাভাইরাস। নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে দু’লাখ ৪০ হাজারের মতো। টানা কয়েকদিনের ধারাবাহিকতায় এদিনও, সর্বোচ্চ সংক্রমণ ও মৃত্যু হয়েছে ভারতে। সোমবার নতুনভাবে ৮ শতাধিক প্রাণহানি রেকর্ড হওয়ায় দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে সাড়ে ৬৫ হাজার। ৬৯ হাজার নতুন সংক্রমণ শনাক্তে মোট আক্রান্ত প্রায় ৩৭ লাখ মানুষ।

ব্রাজিলে ছয় শতাধিক মৃত্যুতে প্রাণহানি ১ লাখ সাড়ে ২১ হাজারের বেশি। আক্রান্ত ৩৯ লাখ। এদিকে টানা ২য় দিনের মতো ৫শ’ কম মৃত্যু দেখেছে যুক্তরাষ্ট্র। মহামারিতে সবচেয়ে বিপর্যস্ত দেশটিতে মৃতের সংখ্যা ১ লাখ ৮৮ হাজার ছুঁইছুঁই। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৬২ লাখ। চতুর্থ দেশ হিসেবে মেক্সিকোতে প্রাণহানি ৬৫ হাজারের কাছাকাছি। সবমিলিয়ে বিশ্বে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৮ লাখ ৫৪ হাজার এবং আক্রান্তের সংখ্যা ২ কোটি ৫৬ লাখ ছাড়িয়েছে।

Check Also

ইরান ইস্যুতে ট্রাম্পের সুরে কথা বললেন সৌদি বাদশাহ

যমুনা নিউজ বিডিঃ জাতিসংঘের ৭৫তম অধিবেশনে ইরানের ব্যাপারে সমাধান চেয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন …

error: Content is protected !!
%d bloggers like this:

Powered by themekiller.com