Home / বিনোদন / বিনোদন ভক্তদের তোপের মুখে সাইফ-কারিনা

বিনোদন ভক্তদের তোপের মুখে সাইফ-কারিনা

যমুনা নিউজ বিডিঃ করোনা ভাইরাসের কারণে দেয়া লকডাউন ধীরে ধীরে শিথিল হতে শুরু করেছে পুরো বিশ্বে। ফলে গৃহবন্দি থাকা মানুষ বাইরে বের হতে শুরু করেছেন। বলিউডের তারকা দম্পতি সাইফ আলী খান ও কারিনা কাপুর খানও তাদের অন্তর্ভুক্ত।

তবে এ দম্পতির মধ্যে দেখা গেছে অসচেতনতা। মাস্ক ছাড়াই সাইফ-কারিনা তাদের সন্তানকে নিয়ে বাইরে বের হয়েছেন। তাও আবার সমুদ্রের পারে। এতে ভক্তদের তোপের মুখে পড়েছেন সাইফ-কারিনা।

সম্প্রতি কারিনা কাপুর খান ও সাইফ আলি খান মেরিন ড্রাইভে ঘুরতে গিয়েছিলেন। বাড়ি থেকে বেরোনোর সময়ে তাদের মুখে মাস্ক না থাকলেও সমুদ্রের ধারে গিয়ে তা পরে নেন। তবে মাস্ক ছিল না ছোট্ট তৈমুরের মুখে। সমুদ্রের ধারে তাদের একটি ভিডিও ভাইরাল হয় যেখানে, ছোট বাচ্চাকে নিয়ে বেরোনো বারণ বলে একজন তাদের সচেতন করছেন।

ভারত সরকার বাইরে বের হওয়ার অনুমতি দিলেও অবশ্যই মাস্ক পরতে হবে। আর সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। তবে শিশুদের বাসার বাইরে আনার অনুমতি দেয়নি রাজ্য সরকার। এদিকে সাইফ-কারিনা রীতিমতো সরকারের নিয়ম লঙ্ঘন করেছেন। তাদের মুখে মাস্কের বালাই নেই। তার ওপর তিন বছরের তৈমুর তাদের সঙ্গে!

Check Also

প্লে-ব্যাক সম্রাট এন্ড্রু কিশোরের বর্ণাঢ্য ক্যারিয়ার

যমুনা নিউজ বিডিঃ দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই করে অবশেষে না ফেরার দেশে পাড়ি জমান প্লে-ব্যাক …

%d bloggers like this:

Powered by themekiller.com