Home / বিনোদন / বিকি কৌশলের সঙ্গে প্রিয়া প্রকাশ

বিকি কৌশলের সঙ্গে প্রিয়া প্রকাশ

যমুনা নিউজ বিডি: ‘উরি’-র বিশেষ প্রদর্শনীতে বিকি কৌশলের সঙ্গে দেখা গেল প্রিয়া প্রকাশ ওয়ারিয়রকে। মুম্বাইয়ের একটি সিনেমা হলে বলিউডের এই অভিনেতার সঙ্গে দেখা যায় দক্ষিণী-কন্যাকে। যেখানে প্রিয়া প্রকাশ ওয়ারিয়রকে নকল করতেও দেখা যায় বিকি কৌশলকে।

মুক্তির পর ইতোমধেই ৩৫ কোটির ব্যবসা করে ফেলেছে বিকি কৌশলের ‘উরি’। এখন দেখা যাক, আগামী দিনে কার রেকর্ড কতটা ভাঙতে পারে এই সিনেমা।

এদিকে শুধু বিকি কৌশলই নন, ‘বক্স অফিস কিং’ রণবীর সিং-এর সঙ্গেও দেখা যায় প্রিয়াকে। ‘উরি’-র স্পেশাল স্ক্রিনিংয়ে যখন রণবীর সিং-এর মুখোমুখি হন প্রিয়া, সেই সময় তাঁর সঙ্গে চটপট নিজস্বী তুলে নেন ‘ওরু আদার লভ’-এর এই অভিনেত্রী।

প্রসঙ্গত, ২০১৮ সালে ভারতবর্ষের মধ্যে ইন্টারনেটে সবচেয়ে যাঁকে খোঁজা হয়েছে, তিনি হলেন প্রিয়া প্রকাশ। যা নিয়ে উচ্ছ্বসিত দক্ষিণী এই ১৯ বছরের তারকা। তিনি বলেন, ২০১৮ সালের এই জনপ্রিয়তার জন্য অত্যন্ত খুশি তিনি। কিন্তু, নিজেকে একজন প্রতিষ্ঠিত অভিনেত্রী হিসেবে দেখতে পেলে, তবেই তাঁর স্বপ্ন পূরণ হবে বলেও জানান প্রিয়া প্রকাশ।

Check Also

ড্রাইভার-সহকারীকে ৫০ লাখ রুপির দুই ফ্লাট দিলেন আলিয়া

যমুনা নিউজ বিডি: বলিউড সেনসেশন আলিয়া ভাটের বৃহস্পতি এখন তুঙ্গে। ইন্ডাস্ট্রিতে একের পর এক হিট ছবি …

Powered by themekiller.com