Home / জাতীয় / বাণিজ্য সম্মেলনে যোগ দিতে সিঙ্গাপুরে স্পিকার

বাণিজ্য সম্মেলনে যোগ দিতে সিঙ্গাপুরে স্পিকার

যমুনা নিউজ বিডি ঃ আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ক সম্মেলনে যোগ দিতে সিঙ্গাপুরে পৌঁছেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি। আজ রবিবার দুপুরে তিনি ঢাকা ত্যাগ করেন। জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. মো. আবদুর রব হাওলাদারসহ উর্ধ্বতন কর্মকর্তারা শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে তাকে বিদায় জানান।

সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আরো জানানো হয়, বিশ্ব বাণিজ্য সংস্থা (ডাব্লিউটিও) ও টেমাসেক ফাউন্ডেশন আয়োজিত ওই সম্মেলন ৭ মে শুরু হয়ে ৯ মে পর্যন্ত চলবে। ওই সম্মেলনে ‘সংসদ সদস্যদের জন্য আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ক কর্মশালা-২০১৮’ শীর্ষক পর্বে বক্তৃতা করবেন স্পিকার।

স্পিকারের সফর সঙ্গী আছেন সংসদ সদস্য ওয়াসিকা আয়শা খান। তাদের ১০ মে দেশে ফেরার কথা রয়েছে।

Check Also

নড়াইলের মামলায় ফের খালেদার জামিন নামঞ্জুর

যমুনা নিউজ বিডি ঃ নড়াইলের আদালতে দায়েরকৃত মানহানি মামলায় আবারও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন …

Powered by themekiller.com