Breaking News
Home / জাতীয় / বাণিজ্য সম্মেলনে যোগ দিতে সিঙ্গাপুরে গেছেন স্পিকার

বাণিজ্য সম্মেলনে যোগ দিতে সিঙ্গাপুরে গেছেন স্পিকার

যমুনা নিউজ বিডি ঃ আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ক সম্মেলনে যোগ দিতে সিঙ্গাপুরে পৌঁছেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, এমপি। তিনি রবিবার দুপুরে ঢাকা ত্যাগ করেন। জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. মো. আবদুর রব হাওলাদারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বিদায় জানান।

সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আরো জানানো হয়েছে, বিশ্ব বাণিজ্য সংস্থা (ডাব্লিউটিও) ও টেমাসেক ফাউন্ডেশন আয়োজিত ওই সম্মেলন ৭ মে শুরু হয়ে ৯ মে পর্যন্ত চলবে। ওই সম্মেলনে ‘সংসদ সদস্যদের জন্য আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ক কর্মশালা-২০১৮’ শীর্ষক পর্বে বক্তৃতা করবেন স্পিকার। স্পিকারের সফরসঙ্গী আছেন সংসদ সদস্য ওয়াসিকা আয়শা খান। তাদের ১০ মে দেশে ফেরার কথা রয়েছে।

Check Also

ওলামা, মুক্তিযোদ্ধা ও এতিমদের সঙ্গে রাষ্ট্রপতির ইফতার

যমুনা নিউজ বিডি ঃ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আজ আলেম-ওলেমা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, বীর শ্রেষ্ঠদের পরিবারের …

Powered by themekiller.com