Home / তথ্যপ্রযুক্তি / বাজারে এলো শক্তিশালী ব্যাটারির ফোন

বাজারে এলো শক্তিশালী ব্যাটারির ফোন

যমুনা নিউজ বিডিঃ  বাজারে নতুন দুই ফোন আনল ইনফিনিক্স। এগুলো হলো ইনফিনিক্স হট নাইন এবং ইনফিনিক্স হট নাইন প্রো। উভয় ফোনেই শক্তিশালী ব্যাটারি দেয়া হয়েছে।

ইনফিনিক্স হট নাইন প্রোতে রয়েছে ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। অন্যদিকে ইনফিনিক্স হট নাইন এ রয়েছে ১৩ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। দুটি ফোনেই হোল-পাঞ্চ ডিসপ্লে থাকছে। সঙ্গে রয়েছে হেলিও পি২২ অক্টা-কোর প্রসেসর।

ভারতে ইনফিনিক্স হট ৯ নাইন প্রোর দাম ৯ হাজার ৪৯৯৯ রুপি। ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজে ফোনটি পাওয়া যাবে।

উভয় ফোনে ডুয়েল সিম সাপোট থাকছে। এই দুই ফোনে রয়েছে ৬.৬ ইঞ্চির হোল-পাঞ্চ ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে অক্টা-কোর হেলিও পি২২ চিপসেট, ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজ।

ইনফিনিক্স হট নাইন প্রোতে রয়েছে ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। অন্যদিকে ইনফিনিক্স নাইনে রয়েছে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা। সেলফি তোলার জন্য এই ফোনে রয়েছে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

কানেক্টিভিটির জন্য এই দুই ফোনে রয়েছে ব্লুটুথ ভার্সন ফোর, ৩.৫ মিলিমিটার অডিও জ্যাক, এফএম রেডিও, ইউএসবি ওটিজি, ভিওওয়াইফাই ও মাইক্রো ইউএসবি পোর্ট। দুটি ফোনেই রয়েছে ৫০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি।

Check Also

টয়োটাকে ছাড়িয়ে গেলো টেসলা

যমুনা নিউজ বিডিঃ মার্কিন জায়ান্ট টেসলা এখন বিশ্বের সবচেয়ে দামি গাড়ি নির্মাতা কোম্পানির স্থানটি দখল …

%d bloggers like this:

Powered by themekiller.com