Home / সারাদেশ / বাংলাদেশ ফটো জার্নালিস্টস এসোসিয়েশনের নতুন কমিটি

বাংলাদেশ ফটো জার্নালিস্টস এসোসিয়েশনের নতুন কমিটি

যমুনা নিউজ বিডি ঃ বাংলাদেশ ফটোজার্নালিস্টস এসোসিয়েশনের নতুন কমিটি (২০১৮-২০২০) গঠিত হয়েছে। এতে সভাপতি হিসাবে গোলাম মোস্তফা (নওরোজ) ও সাধারণ সম্পাদক কাজল হাজরা (সমকাল) নির্বাচিত হয়েছেন।

গতকাল বৃহস্পতিবার সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাচনে ১৮টি পদে ৩৫ জন প্রার্থীর মধ্যে ভোট অনুষ্ঠিত হয়। নির্বাচিত অন্যরা হলেন সহ সভাপতি আনিছুর রহমান (ডেইলি স্টার), ইয়াসিন বাবুল (নিউ নেশন), যুগ্ম সম্পাদক এম মিজানুর রহমান খান (বাংলাদেশের খরব), শেখ হাসান (কালের কণ্ঠ), কোষাধ্যক্ষ নাসিম সিকদার (নয়া দিগন্ত), সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন (মর্নিং পোস্ট), সাংস্কৃতিক সম্পাদক লুৎফর রহমান (কালের কণ্ঠ) ও দপ্তর সম্পাদক আব্দুল আজিজ ফারুকী (সংগ্রাম)। প্রচার সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সাহাদাত পারভেজ (আমার দিন)।

নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন শেখ এনামুল হক (ডেইলি স্টার), মাহবুব হোসেন খান নবীন (সমকাল), মঈনুদ্দিন আহমেদ (নিউ নেশন), মতিউর সেন্টু (ইনকিলাব), মো. আমিনুল ইসলাম (ডেইলি ট্রাইবুন্যাল), আতাউর রহমান বাবু (নিউজরুম ফটো ডটকম), মাসুদ পারভেজ মিলন (বাংলাদেশ নিউজ), ইলিয়াস মাহমুদ (জনকণ্ঠ), সাইফুল ইসলাম (ইত্তেফাক) এবং বিভাষ দীক্ষিত বিপ্লব (জাগো নিউজ)।

নির্বাচন পরিচালনা করেন সিনিয়র সাংবাদিক স্বপন দাশগুপ্ত, হাসান হাফিজ এবং কাজী আবদুল হান্নান।

Check Also

কুমিল্লায় চার বন্ধু মিলে নারী শ্রমিককে ধর্ষণ

যমুনা নিউজ বিডি ঃ কুমিল্লায় এক নারী শ্রমিককে চার বন্ধু মিলে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। …

Powered by themekiller.com