Home / অপরাধ-আদালত / বরিশালে পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক ২

বরিশালে পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক ২

যমুনা নিউজ বিডি ঃ বরিশালে পৃথক অভিযানে ২ জনকে আটক করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা। এসময় তাদের কাছ থেকে ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়। আজ শুক্রবার র‌্যাব-৮ এর পক্ষ থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এছাড়া বরিশাল জেলার বাবুগঞ্জ থানাধীন মীরগঞ্জ ফেরিঘাট বাজার বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ৯৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. নয়ন হাওলাদারকে (২৫) আটক করা হয়। এ ঘটনায় র‌্যাব-৮ বরিশাল সিপিএসসির ডিএডি মো. মামুনুর রশিদ খাঁন বাদী হয়ে বাবুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।

র‌্যাব-৮ এর পক্ষ থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার দিনগত রাতে বরিশাল মেট্রোপলিটনের এয়ারপোর্ট থানাধীন লাকুটিয়া এলাকায় অভিযান চালিয়ে ১৯৮ পিস ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজাসহ মো. আরিফুল রহমান সোহেলকে (৩৩) আটক করা হয়। এ ঘটনায় র‌্যাব-৮ এর বরিশাল সিপিএসসির ডিএডি মোহাম্মদ জহিরুল ইসলাম বাদী হয়ে এয়ারপোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।

Check Also

ব্রাহ্মনবাড়িয়ায় মাইক্রোবাস খাদে : নিহত ৫

যমুনা নিউজ বিডি: ব্রাহ্মণবাড়িয়ায় মাইক্রোবাস খাদে পড়ে পাঁচজন নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার …

Powered by themekiller.com