Home / আন্তর্জাতিক / বন্দিদশা শেষে ফিনল্যান্ডে `খুশির` ঈদ

বন্দিদশা শেষে ফিনল্যান্ডে `খুশির` ঈদ

যমুনা নিউজ বিডিঃ সামাজিক দূরত্ব মেনে ও বন্দিদশা শেষে `খুশির` ঈদ উদযাপন করেছে ফিনল্যান্ডে প্রবাসী বাংলাদেশিরা।

পড়ন্ত গ্রীষ্মে আকাশ থেকে নেমে আসা সূর্যের ঝকঝকে আলোতে ফিনল্যান্ড প্রবাসী বাংলাদেশি মুসলমানরা সমবেত হয় ঈদের জামাতে।

প্রতিবারের ন্যায় এবারও নতুন জামাকাপড় পড়ে সুগন্ধি আতড়-সুরমা লাগিয়ে সকালে দল বেঁধে নামাজ আদায় ছিল ঈদের পরিচিত দৃশ্য।