Home / সারাদেশ / বগুড়া / বগুড়া সদরে নতুন আক্রান্ত ৬৫জন যে এলাকার

বগুড়া সদরে নতুন আক্রান্ত ৬৫জন যে এলাকার

যমুনা নিউজ বিডিঃ বগুড়া সদরে নতুন করে করোনায় আক্রান্ত ৬৫জনের এলাকাভিত্তিক তথ্য জানানো হয়েছে। শনিবার বেলা ৩টায় সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার কার্যালয়ের ডা. ইফতেখার হায়দার জানান, সদরে নতুন করে করোনায় আক্রান্ত ব্যক্তিদের মধ্যে রহমাননগর ৩জন, কালিতলা ৪জন, এরুলিয়া একজন, নাটাইপাড়া ২জন, সাবগ্রাম একজন, ফুলতলা ৩জন, জলেশ্বরীতলা ৮জন, কলোনি ২জন,বাদুরতলা ৮জন, কাটনারপাড়া একজন, শাকপালা ২জন,চেলোপাড়া একজন, ঠনঠনিয়া ২জন, তিনমাথা একজন, মাটিডালি ৩জন, মালতীনগর ৪জন, উপশহর ২জন, ধরমপুর একজন, জামিলনগর একজন, পিটিআই মোড় একজন, আকাশতারা একজন, ফুলবাড়ি একজন, কামারগাড়ি একজন,সেউজগাড়ি একজন, সূত্রাপুর একজন এবং গোকুল একজন।
এছাড়া ফোন রিসিভ করেনি, ভুল নম্বর এবং ফোন বন্ধ এমন রোগী রয়েছে ৯জন।

Check Also

শাজাহানপুরে বিএনপি নেতার পিতার কবর জিয়ারত করলেন নেতাকর্মীরা

যমুনা নিউজ বিডিঃ শুক্রবার বিকেলে বগুড়ার শাজাহানপুরের খরনা ইউনিয়ন বিএনপির ৪ নং ওয়ার্ড বিএনপির সাবেক …

error: Content is protected !!
%d bloggers like this:

Powered by themekiller.com