স্টাফ রিপোর্টারঃ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও
হাসপাতালে(শজিমেকহা) করোনা উপসর্গে এক
ব্যক্তির মৃত্যু হয়েছে। ৬০ বছর বয়সী ওই ব্যক্তির
বাড়ি শহরের নাটাইপাড়া এলাকায়। তিনি পেশায় ওষুধ ব্যবসায়ী
ছিলেন। শনিবার সকাল ৯টার দিকে তিনি মারা যান বলে
জানিয়েছেন ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর
রহমান।
ডা. মোস্তাফিজুর রহমান জানান, মারা যাওয়া ওই ব্যক্তি
ডায়াবেটিসের রোগী ছিলেন। সেই সাথে গত ৩দিন
ধরে তার কাশি ও শারীরিক দুর্বলতা ছিল। শনিবার সকালে
তার অবস্থার অবনতি হলে সকাল ৮টার দিকে জরুরী
বিভাগে নেয়া হয়। সেখান দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক তার
এক্স-রে পরীক্ষাসহ ওয়ার্ডে ভর্তির পরামর্শ দেন।
পরে ওয়ার্ডে নেয়ার পথেই তিনি মারা যান।
তিনি আরও জানান, তার নমুনা সংগ্রহ করা হয়েছে। ফলাফলে
জানা যাবে তিনি করোনায় পজিটিভ নাকি নেগেটিভ ছিলেন।