Home / সারাদেশ / বগুড়া / বগুড়া জামিয়া ইউসুফিয়া ক্বওমী মাদ্রাসার ছাত্রদের মাঝে কাপড় বিতরণ ও ইফতার মাহফিল

বগুড়া জামিয়া ইউসুফিয়া ক্বওমী মাদ্রাসার ছাত্রদের মাঝে কাপড় বিতরণ ও ইফতার মাহফিল

যমুনা নিউজ বিডি ঃ বগুড়া অনলাইন রক্তদান সংগঠন ও বগুড়া অনলাইন ফুড ব্যাংকিং এর উদ্যোগে শনিবার সদরের নিশিন্দারা ইউনিয়নের বারপুর জামিয়া ইউসুফিয়া ক্বওমী মাদ্রাসার ছাত্রদের মাঝে পাঞ্জাবী’র কাপড় বিতরণ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, দৈনিক বগুড়ার সাংবাদিক জাকির হোসেন, ফুলবাড়ী ফাড়ির এস আই নুরে আলম, সংগঠনের সভাপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক আদম, মাদ্রাসার প্রধান শিক্ষক মাওঃ সাইফুল্লাহ মুনছুর, সহকারী শিক্ষক মোস্তফা, নুরুল আলম, সংগঠনের সদস্য সায়াম, রানা, রিদয়, রিপন,শাহাদৎ, মিনহাজ,আসিক,পালাশ, আলামিন,মিশু,মনিরুল ইসলাম,আজম হোসেন, ইজাজুল,ইলিয়াস আহম্মেদ প্রমুখ।

Check Also

নন্দীগ্রামে বিভিন্ন পুজা মন্ডপ পরির্দশন করেছেন পূজা উদযাপন কমিটির সভাপতি দুলাল চন্দ্র মহন্ত

যমুনা নিউজ বিডি:   বগুড়ার নন্দীগ্রামে শারদীয় দূর্গা পূজা মন্ডপ পরির্দশ করেছেন বাংলাদেশ পুজা উদযাপন …

Powered by themekiller.com