Breaking News
Home / সারাদেশ / বগুড়া / বগুড়া আন্তঃমান্ডলিক খ্রীষ্টিয় ঐক্য পরিষদের প্রতিভার অন্বেষণ অনুষ্ঠিত

বগুড়া আন্তঃমান্ডলিক খ্রীষ্টিয় ঐক্য পরিষদের প্রতিভার অন্বেষণ অনুষ্ঠিত

প্রেস রিলিজ ঃ বগুড়া আন্তঃমান্ডলিক খ্রীষ্টিয় ঐক্য পরিষদের প্রতিভার অন্বেষণ-২০১৯ নামক এক অনুষ্ঠানের আয়োজন করেছে। গতকাল রবিবার বগুড়া ওয়াইএমসিএ’র পলবেসরা অডিটোরিয়ামে সংগঠনের আহ্বায়ক রবার্ট রবিন মারান্ডির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভাপতির বক্তব্যে তিনি বলেন, সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে মূলত এ ধরনের আয়োজন করা হয়েছে। ছেলেমেয়েরা কবিতা আবৃতি, গান, নাচ, খেলাধুলা, পড়াশুনা সহ যে যেটাতে দক্ষ সেটার প্রতি বিশেষ নজর দেয়ার ক্ষেত্রে বগুড়া আন্তঃমান্ডলিক খ্রীষ্টিয় ঐক্য পরিষদ বিশেষ নজর রাখবে। প্রতিভা যেন বিনষ্ট না হয় এক দিক বিবেচনা করেই মূলত এ ধরনের আয়োজন। সেই সাথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের উপর সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে তাদের প্রতিভাকে আরো সমৃদ্ধ করা প্রয়োজন। এ সময় আরো বক্তব্য রাখেন আহ্বায়ক কমিটির সদস্য সুনীল রোজারিও, পাস্টর ডেনিস সরকার, নিউটন ব্যাপারী, আন্দ্রিয় উদ্ধার মল্লিক, জেমস সুদীপ্ত দেওয়ারীসহ প্রমুখ। শেষে প্রতিভার অন্বেষণে-২০১৯ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।

Check Also

জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন মিরাজ

যমুনা নিউজ বিডিঃ বাস্তব জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করছেন ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ। বৃহস্পতিবার বিকেলে …

Powered by themekiller.com