Home / সারাদেশ / বগুড়া / বগুড়া আঃ হক কলেজের এইচএসসি ১৯৯১ ব্যাচের পুনর্মিলনী

বগুড়া আঃ হক কলেজের এইচএসসি ১৯৯১ ব্যাচের পুনর্মিলনী

বগুড়া সরকারি আজিজুল হক কলেজের এইচএসসি ১৯৯১ ব্যাচের শিক্ষার্থীদের পক্ষ থেকে পুনর্মিলনীর আয়োজন করা হয়েছে। ঈদুল আজহার পরদিন ২ আগস্ট রোববার সকালে এই পুনর্মিলনী অনুষ্ঠিত হবে।  তবে করোনা পরিস্থিতির কারণে ক্যাম্পাসে উপস্থিতির পরিবর্তে অনলাইনে এই পুনর্মিলনীর আয়োজন করা হয়েছে।

আয়োজকদের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জুম অ্যাপস্ এর মাধ্যমে ২ আগস্ট সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত ওই পুনর্মিলনী অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তিতে আরও হয়েছে, ১৯৯১ ব্যাচের সহপাঠীদের মধ্যে সামাজিক যোগাযোগ বাড়ানোর পাশাপাশি অসহায় বন্ধুদের পাশে থাকার জন্যই এই আয়োজন।

আয়োজনকে সফল করতে বন্ধুদের সপরিবারে অংশগ্রহণের অনুরোধ জানানো হয়েছে। এজন্য সহপাঠীদের নাম, ইমেইল ঠিকানা ও ফোন নম্বর দিতে বলা হয়েছে। বিস্তারিত জানতে আশেকুল ইসলাম (ফোনঃ০১৭১৩০১৫৬৭৮,asheqbd@gmail.com ও আব্দুল ওয়াজেদ দিনা (ফোনঃ০১৭১৬৬০০১১৫, wazed91011@gmail.com) যোগাযোগ করতে বলা হয়েছে।-খবর বিজ্ঞপ্তী

Check Also

শেখ কামাল ছিলেন অসামান্য সাংগঠনিক দক্ষতার অধিকারী: মেয়র তাপস

যমুনা নিউজ বিডিঃ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, …

error: Content is protected !!
%d bloggers like this:

Powered by themekiller.com