Home / সারাদেশ / বগুড়া / বগুড়ায় ২৪ঘন্টায় নতুন ৩২ জন শনাক্ত

বগুড়ায় ২৪ঘন্টায় নতুন ৩২ জন শনাক্ত

ষ্টাফ রিপোর্টারঃ  বগুড়ায় ১০১টি নমুনা পরীক্ষায় ৩২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে পুরুষ ২৭, নারী ৪ ও শিশু ১ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৯২৬ জন।

সোমবার (৩ আগস্ট) সকাল ১১ টার দিকে জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল কর্মকর্তা ডা. ফারজানুল ইসলাম ফেসবুক লাইভে এসব তথ্য জানিয়েছেন। গতকাল রোববারের ফলাফল আজ সকালে জানানো হয়।

জেলা স্বাস্থ্য বিভাগ লাইভে জানায়, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ৭০টি নমুনা ফলাফলের মধ্যে ১৮ জনের শরীরে করোনা শনাক্ত করা হয়। অন্যদিকে টিএমএসএস বেসরকারি হাসপাতালে ৩১টি নমুনা পরীক্ষায় ১৪ জনের করোনা শনাক্ত হয়।

এ নিয়ে জেলায় মোট সংগৃহীত নমুনার সংখ্যা ২৭ হাজার ৮৭২টি। এর মধ্যে পরীক্ষাকৃত নমুনা হলো ২৫ হাজার ৫৬৭টি।

গত ২৪ ঘণ্টায় জেলায় ২০ জন করোনা থেকে সুস্থ হয়েছেন । এর মধ্যে সদর উপজেলার ১০ জন এবং মোহাম্মাদ আলী হাসপাতালে ৩ এবং শজিমেক হাসপাতালে ৭ জন রয়েছেন। এতে জেলায় মোট সুস্থতার সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৪৪৮ জনে।

এ ছাড়া মৃত্যু পরিসংখ্যানে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় একজন পুরুষ (৪৬) রোগী মারা গেছেন। তার বাড়ি শাজাহানপুর উপজেলায়। জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে এ নিয়ে মোট মৃত্যু সংখ্যা ১০৭ জন।

Check Also

সোনালী অতীতের ফুটবল লড়াই : বগুড়ার কাছে হারলো ঢাকা

ষ্টাফ রিপোর্টারঃ বগুড়ায় বাংলাদেশ জাতীয় দলে খেলা সাবেক ফুটবলাররা খেলতে আসছে। তারা বগুড়ার সাবেক ফুটলারদের …

error: Content is protected !!
%d bloggers like this:

Powered by themekiller.com