Home / সারাদেশ / বগুড়া / বগুড়ায় সামিউল’স টিউটোরিয়াল হোম এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

বগুড়ায় সামিউল’স টিউটোরিয়াল হোম এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

যমুনা নিউজ বিডি: বগুড়ায় সামিউল’স টিউটোরিয়াল হোম এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের মাঝে সংর্বনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় বগুড়া শহরের জলেশ্বরীতলা অত্র প্রতিষ্ঠানে এ সংবর্ধনা প্রদান করা হয়। মোট ১১ জন শিক্ষার্থীর মাঝে ৮ জন বগুড়া জিলা স্কুলে ও বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে তৃতীয় শ্রেনীতে ভর্তির চান্স পাওয়ায় তাদেরকে এ সংবর্ধনা দেওয়া হয়। উক্ত অনুষ্ঠানে প্রতিষ্ঠানের পরিচালক মোঃ সামিউল ইসলাম এর সভাপতিত্বে কৃতি শিক্ষার্থীদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্রেস্ট প্রদান করেন প্রগ্রেস কোচিং সেন্টারের পরিচালক মোঃ মোস্তাফিজার রহমান। এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শিক্ষাই জাতির মেরুদন্ড। এই শ্লোগানকে সামনে রেখে বর্তমান সরকার শিক্ষা ক্ষেত্রে বাংলাদেশে ব্যাপক সফলতা অর্জন করেছেন। এ অর্জন শুধু বাঙালি জাতির নয় সারা বিশ্বের। তাই এ অর্জনকে আমাদের ধরে রাখতে হলে ভাল শিক্ষার প্রয়োজন। তিনি আরো বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। তাই আজ এই ছোট প্রতিষ্ঠান থেকে যারা সফলতা অর্জন করেছে তাদের সকলকে আমি শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। যেন ভবিষ্যতে এখান থেকে আরো বেশি শিক্ষার্থী ভাল ফলাফল অর্জন করে আরো ভাল শিক্ষা প্রতিষ্ঠানে লেখা-পড়া করার সুযোগ পায়। তিনি প্রতিটি শিক্ষার্থীর ভবিষ্যৎ জীবনের উন্নতি কামনা করেন। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লুমিনাস কোচিং সেন্টারের পরিচালক এম এ রাশেদ। আরো উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের শিক্ষক শামীম আহম্মেদ, অভিভাবক গকুল চন্দ্র পাল, কাজল রেখা ও কাজী কারুল ইসলাম।

Check Also

বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

যমুনা নিউজ বিডি: চুয়াডাঙ্গা সদর উপজেলার শাহপুর গ্রামে পারিবারিক বিরোধে সুজন হোসেন (২৬) নামের এক …

Powered by themekiller.com