Home / সারাদেশ / বগুড়া / বগুড়ায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ

বগুড়ায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ

যমুনা নিউজ বিডি ঃ বগুড়ায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ হল। এ সময় সরকারি কাজে বাধা দেয়ায় ২ জনকে ভ্রাম্যমাণ আদালত জেল হাজতে প্রেরণ করেছে। শুক্রবার জুম্মা নামজের পর শহরের নারুলী খন্দকার পাড়ায় বাল্যবিবাহ হচ্ছে এমন সংবাদের ভিত্তি বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় নারুলী খন্দকার পাড়ার বাবু মেয়ে মোছাঃ রজনী (১৬)কে তার পরিবার বিয়ে দেয়ার চেষ্টা করলে ভ্রাম্যমাণ আদালত তা বন্ধ করে দেয়। এ সময় মেয়ের পরিবার থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় বাধা প্রদান করলে একই এলাকার আবু তাহেরের স্ত্রী মোছাঃ সুইটি (২৫) কে ১ মাস ও রকি খন্দকার (২৫) কে ২ মাসের কারাদণ্ড প্রদান করেন। এ সময় বগুড়া সদর থানা পুলিশের এসআই মহসিন ও জিলালুর সহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।

Check Also

বগুড়ায় স্বেচ্ছাসেবকদলের মিছিল ও সমাবেশ

বগুড়া : বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বগুড়া জেলা সভাপতি ভিপি সাইফুল ইসলাম বলেছেন, …

Powered by themekiller.com