Home / সারাদেশ / বগুড়া / বগুড়ায় শুদ্ধভাবে জাতীয় সঙ্গীত প্রশিক্ষন কর্মশালার সমাপনী অনুষ্ঠান

বগুড়ায় শুদ্ধভাবে জাতীয় সঙ্গীত প্রশিক্ষন কর্মশালার সমাপনী অনুষ্ঠান

যমুনা নিউজ বিডি ঃ শিল্প-সংস্কৃত ঋদ্ধ সৃজনশীল মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে দেশব্যাপী স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে জাতীয় সঙ্গীত ও বাংলা সঙ্গীত-সংস্কৃতি শিক্ষণ কর্মসূচীর আওতায় বগুড়া জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে বগুড়া জেলার ২৫ টি শিক্ষা প্রতিষ্ঠানে উল্লিখিত কর্মসূচী পরিচালনা করা হয়। এর অংশ হিসেবে বুধবার বগুড়া কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজে এ প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বগুড়ার উপ-পরিচালক সুফিয়া নাজিম। এ সময় উপস্থিত ছিলেন জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার মোঃ শাহাদৎ হোসেন, কালেক্টরেট স্কুলের প্রধান শিক্ষক মোঃ আল মামুন সরদার, সম্মিলিত সাংস্কৃতিক জোট এর নবনির্বাচিত সহ-সভাপতি গৌতম কুমার দাস, সহকারি শিক্ষক মোঃ জয়নুল আবেদীন, মোঃ শাহজাহান আলী সরদার, মোছাঃ আনার কলি, আবু সুফিয়ান, এ কে এম আনওয়ারুল হক, আব্দুর রউফ রাজন সহ অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ। জাতীয় সঙ্গীত ও বাংলা সঙ্গীত-সংস্কৃতি শিক্ষণ কর্মসূচীর প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ফওজিয়া আক্তার পুতুল, তালবাদ্যযন্ত্র নিখিল চন্দ্র দাস, আরমানুর রশিদ। সবশেষে সবাই দাঁড়িয়ে সমবেত কন্ঠে শুদ্ধভাবে জাতীয় সঙ্গীত গাওয়া হয়।

Check Also

নির্বাচনে প্রচুর ত্রুটি রয়েছে : টিআইবি

যমুনা নিউজ বিডি:  ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) প্রকাশিত এক প্রাথমিক গবেষণা প্রতিবেদনে দেখা যায় একাদশ …

Powered by themekiller.com