Home / সারাদেশ / বগুড়া / বগুড়ায় মাদক সেবনের সময় ৩ জন আটক

বগুড়ায় মাদক সেবনের সময় ৩ জন আটক

ষ্টাফ রিপোর্টারঃ বগুড়ায় মাদক সেবনের সময় ৩ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা বিভিন্ন মামলায় এজাহার নামীয় আসামী।
বগুড়ার ফুলবাড়ী পুলিশ ফাঁড়ীর ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ শফিকুল ইসলাম এর নেতৃত্বে এসআই শহিদুল ইসলাম এএসআই নুরে আলম এটিএসআই সাজ্জাদ সংগীয় ফোর্সের সহায়তায় ইং ৩০শে জুন রাত সাড়ে ৯টায় বগুড়া সদর থানাধীন মাটিডালী লোহার ব্রীজ সংলগ্ন জনৈক মাইদুলের বঁাশঝাড় এর নীচে ফাঁকা জায়গায় বসে মাদক সেবনের সময়  আসামি আশরাফ ফেরদৌস সোহাগ চৌধুরী (৪৩) পিতা মোং আব্দুল খালেক চৌধুরী সাং কালিতলা জামিল উদ্দিন @ শুভ(৪০) পিতা মৃত খলিলুর রহমান সাং ধাওয়াপাড়া( নাটাইপাড়া) ও লুৎফুল বারী বাবু  (৪৫) পিতা মৃত নজির হোসেন সাং নাটাইপাড়া সর্ব থানা ও জেলা বগুড়া গনকে আটক করে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে ১লা জুলাই তারিখে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে ।
ফুলবাড়ী পুলিশ ফাঁড়ীর ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ শফিকুল ইসলাম জানান, এদের মধ্যে ০৭ মামলার এজাহার নামীয় আসামী, আশরাফ ফেরদৌস সোহাগ চৌধুরী (৪৩), ০৩ মামলার এজাহার নামীয় আসামী জামিল উদ্দীন @ শুভ(৪০) এবং ০১ মামলার এজাহার নামীয় আসামী লুৎফুল বারী বাবু (৪৫)।

Check Also

শেখ কামাল ছিলেন অসামান্য সাংগঠনিক দক্ষতার অধিকারী: মেয়র তাপস

যমুনা নিউজ বিডিঃ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, …

error: Content is protected !!
%d bloggers like this:

Powered by themekiller.com