Home / সারাদেশ / বগুড়া / বগুড়ায় মফিজ উদ্দিন ম্যানশনে আকন্দ ইলেকট্রনিক্স শো-রুমের যাত্রা শুরু

বগুড়ায় মফিজ উদ্দিন ম্যানশনে আকন্দ ইলেকট্রনিক্স শো-রুমের যাত্রা শুরু

স্টাফ রিপোর্টার:বগুড়ার মফিজ উদ্দিন ম্যানশনে আধুনিক হাতঘড়ি ক্যালকুলেটর, এলইডি টিভিসহ অত্যাধুনিক পণ্য সামগ্রী নিয়ে আকন্দ ইলেকট্রনিক্স শো-রুমের উদ্বোধন করা হলো। গতকাল মঙ্গলবার সকালে এই শো-রুমের উদ্বোধন করেন দৈনিক দিনকাল বগুড়া এর ব্যুরো চীফ কালাম আজাদ। শো-রুমের স্বত্ত¡াধিকারী সাইদুল ইসলাম সাকা ছাড়াও এসময় উপস্থিত ছিলেন, বৃহত্তর নিউমার্কেট ব্যাবসায়ী সমিতির সধিারন সম্পাদক রাশেদুল ইসলাম, বগুড়া প্রেসক্লাবের কার্য নির্বাহী কমিটির সদস্য ইনছান আলী শেখ, যুবদল নেতা বুলবুল আহমেদ, দুগাহাটা ওয়ার্ড যুবদলের সেক্রেটারী সুজন আল মামুন, ব্যাবসায়ী আজিজ প্রাং, মনির, একরামুল হক, তরিকুল ইসলাম, যুবদলের সাগর, ব্যাবসায়ী ফিরোজ আহমেদ, মানিক বিশ^বানী প্রমুখ। শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনজাত পরিচালনা করেন, ঠনঠনিয়া শাহী জামে মসজিদের সহকারী ইমাম মো: আরাফাত ইসলাম

Check Also

যমুনা নদীতে নৌ-দুর্ঘটনায় কৃষকের মৃত্যু : আহত ৪

যমুনা নিউজ বিডিঃ যমুনা নদীর বাগচর নামকস্থানে নৌ-দুর্ঘটনায় আব্দুর রাজ্জাক (৩৪) নামে এক কৃষকের মৃত্যু …

error: Content is protected !!
%d bloggers like this:

Powered by themekiller.com