Home / সারাদেশ / বগুড়া / বগুড়ায় বিদ্যুৎস্পর্শে যুবকের মৃত্যু

বগুড়ায় বিদ্যুৎস্পর্শে যুবকের মৃত্যু

যমুনা নিউজ বিডিঃ  বগুড়ার শেরপুরে বিদ্যুৎস্পর্শে রিপন হোসেন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার উপজেলার মির্জাপুর ইউনিয়নের সাগরপুর গ্রামে ওই ঘটনা ঘটে। নিহত রিপন একই গ্রামের গোবরা প্রামাণিকের ছেলে।
শেরপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা রতন হোসেন জানান, বুধবার ওই যুবক নিজ শয়নকক্ষে সেলিং ফ্যানে বিদ্যুৎ সংযোগ দেয়ার কাজ করছিলেন। এসময় বিদ্যুৎ ছিল না। একপর্যায়ে হঠাৎ বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়ে আসে। তখন বিদ্যুৎস্পর্শে গুরুতর আহত হন রিপন হোসেন নামে ওই যুবক। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি ঘটলে তাকে বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Check Also

বগুড়ায় নতুন আক্রান্ত ২৮, সুস্থ ৫১

স্টাফ রিপোর্টারঃ বগুড়ায় নতুন করে আরও ২৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। ২০৭ নমুনার ফলাফলে ২৮জনের …

error: Content is protected !!
%d bloggers like this:

Powered by themekiller.com