Home / সারাদেশ / বগুড়া / বগুড়ায় বঙ্গবন্ধুর ৯৯তম জন্ম বার্ষিকীর আলোচনা সভা অনুষ্ঠিত

বগুড়ায় বঙ্গবন্ধুর ৯৯তম জন্ম বার্ষিকীর আলোচনা সভা অনুষ্ঠিত

ষ্টাফ রিপোর্টার: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯ তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে বাঙালি সংস্কৃতি সংসদ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার (সচিব) নজরুল ইসলাম।
বাঙালি সংস্কৃতি সংসদের সভাপতি রাগেবুল আহসান রিপুর সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচক হিসেবে বক্তব্য রাখেন, বগুড়া জেলা পরিষদের চেয়ারম্যান ডা: মকবুল হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবুর রহমান মজনু, ওয়াকর্স পার্টির কেন্দ্রীয় সদস্য ছালেহা সুলতানা, জেলা জাসদের সাধারণ সম্পাদক এ্যাড: জাহাঙ্গীর আলম, জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক আমিনুল ফরিদ, জেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি এ্যাড: আব্দুল মতিন, শজিমেক অধ্যক্ষ রেজাউল আলম জুয়েল, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তৌফিক হাসান ময়না, সংশপ্তক থিয়েটারের সাধারণ সম্পাদক সাদেকুর রহমান সুজন, বঙালি সংস্কৃতি সংসদের সাধারণ সম্পাদক শাহাদৎ আলম ঝুনু। সঞ্চালনায় ছিলেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু।

Check Also

স্টাইলে চুল কাটলেই ৪০ হাজার টাকা অর্থদন্ড

যমুনা নিউজ বিডিঃ টাঙ্গাইলের ভূঞাপুরে হেয়ার স্টাইলে চুল কাটাসহ দাঁড়ি ও গোঁফ মডেলিংয়ের ওপর সরকারিভাবে …

Powered by themekiller.com