Home / নারী ও শিশু / বগুড়ায় নদীতে গোসল করতে গিয়ে কলেজ ছাত্রী নিখোঁজ

বগুড়ায় নদীতে গোসল করতে গিয়ে কলেজ ছাত্রী নিখোঁজ

যমুনা নিউজ বিডি ঃ বগুড়ার ধুনটে যমুনা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ কলেজ ছাত্রী সুমি আকতার (২২) গত ৩২ ঘন্টা পরও উদ্ধার হয়নি। সে ধুনটের শহড়াবাড়ী গ্রামের মৃত হায়দার আলীর মেয়ে এবং বগুড়া সরকারী আজিজুল হক কলেজ থেকে বি,এ ফাইনাল পরীক্ষা সম্পন্ন করেছে। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে ধুনটের শহড়াবাড়ী ঘাট এলাকায়।
জানা যায়, গত বুধবার দুপুরে সুমি আকতার তার বাড়ীর পাশে যমুনা নদীতে গোসল করতে যায়। এরপর থেকেই সে নিখোঁজ ।স্থানীয় লোকজন নদীতে নেমে খোঁজাখুজির করেও তার কোন সন্ধান মিলেনি। পরে সংবাদ পেয়ে ধুনট ফায়ার সার্ভিসের কর্মীরা দীর্ঘ সময় চেস্টা চালিয়ে তাকে উদ্ধার করতে পারেনি। আজ বৃহস্পতিবার রাতে ধুনট ফায়ার সার্ভিসের সদস্য রুহল আজিম বলেন, বগুড়া জেলায় ডুবরী দল না থাকায় রাজশাহী থেকে ৭জন ডুবরী এনে উদ্ধার কাজে অংশ নিতে নেয়। তারপরও ডুবরীরা চেস্টা চালিয়ে উদ্ধার করতে পারেনি। ধুনট থানার ওসি খান মোহাম্মদ এরফান বলেন, শুনেছি ওই নিখোঁজ ছাত্রীর সন্ধান মিলেনি।

Check Also

ঢাবির ‘ঘ’ ইউনিটে জালিয়াতির প্রমাণ পাওয়া গেছে

যমুনা নিউজ বিডি: সম্প্রতি শেষ হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ডিজিটাল জালিয়াতির প্রমাণ …

Powered by themekiller.com