Home / সারাদেশ / বগুড়া / বগুড়ায় “নতুন সূর্যোদয়ের” ৮ম বর্ষে পদাপর্ন ও সম্মাননা স্বারক প্রদান

বগুড়ায় “নতুন সূর্যোদয়ের” ৮ম বর্ষে পদাপর্ন ও সম্মাননা স্বারক প্রদান

বগুড়ায় “নতুন সূর্যোদয়ের” (মাদকাসক্তি নিরাময় কেন্দ্র) ৮ম বর্ষে পদাপর্ন উপলক্ষে সম্মাননা স্বারক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে শহরের পালশায় অত্র প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক শাহ জিয়াউল হক বিপ্লবের সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অত্র প্রতিষ্ঠানের ৭টি বছর অতিক্রম হওয়াই সন্তোষ প্রকাশ করে বক্তব্য রাখেন “নতুন সূর্যোদয়ের” (মাদকাসক্তি নিরাময় কেন্দ্র) পরিচালক উম্মে কুলছুম বেবী, উপদেষ্টা সৈয়দ ফজলে রাব্বি ডলার, ডাঃ সৈয়দ রবিউল ইসলাম (সুইট) ও রিকোভারী আরিফ। সভা শেষে প্রতিষ্ঠানের উপদেষ্টা সৈয়দ ফজলে রাব্বি ডলার দ্বিতীয় বারের ন্যায় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য নির্বাচিত হওয়ায় তাকে অত্র প্রতিষ্ঠানের পক্ষ থেকে সম্মাননা স্বারক প্রদান করা হয়। খবর বিজ্ঞপ্তি

Check Also

মীনা দিবস উদযাপিত কচুয়া ও চিতলমারীতে

যমুনা নিউজ বিডি ঃ  ‘মায়ের দেওয়া খাবার খাই, মনের আনন্দে স্কুলে যাই’- মিড ডে মিলের …

Powered by themekiller.com